Malda: তৃণমূলের অভিযোগেই আবাস যোজনার তদন্ত? মালদহে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

Last Updated:

দিনকয়েক আগেই আবাস যোজনার দুর্নীতি তদন্তে এ রাজ্যের পূর্ব মেদিনীপুর এবং মালদহ জেলায় আসে দু'টি কেন্দ্রীয় তদন্তকারী দল।

মালদহে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল।
মালদহে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল।
#মালদহ: দেশের অনেক রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে অন্য নামে চালানো হচ্ছে। মালদহে আবাস যোজনা নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছিল। শাসক দলের পক্ষ থেকেও অভিযোগ এসেছিল। সেই কারণেই কেন্দ্রীয় দল পাঠানো হয়েছিল মালদহে।
মালদহে পৌঁছে এমনই চাঞ্চল্যকর মন্তব্য কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। ওই কেন্দ্রীয় দলের রিপোর্ট পাওয়ার পরেই আবাস যোজনা ইস্য়ুতে পরবর্তী পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার। মালদহে আরও কোথাও দুর্নীতি হয়ে থাকলে প্রয়োজনে ফের আসবে কেন্দ্রীয় দল । মালদহে এমন মন্তব্যও করেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল।
যদিও কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবিকে বিজেপি-র পক্ষে কিছুটা হলেও অস্বস্তিকর। কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বার বারই দাবি করেছেন, তিনি এবং রাজ্য় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দিল্লিতে গিয়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-এর কাছে অভিযোগ জামিয়ে আসার পরই রাজ্য়ে আবাস যোজনা নিয়ে তদন্তকারী দল এসেছে।
advertisement
advertisement
তিনদিনের সফরে আজ বন্দে ভারত এক্সপ্রেসে মালদহে এসে পৌঁছলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। মালদহ সফরে বিজেপি-র সংগঠনিক বৈঠকের পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন তিনি। একই সঙ্গে জেলার মানিকচক, বৈষ্ণবনগর সহ একাধিক জায়গায় পরিদর্শন কর্মসূচি রয়েছে তাঁর।
advertisement
দিনকয়েক আগেই আবাস যোজনার দুর্নীতি তদন্তে এ রাজ্যের পূর্ব মেদিনীপুর এবং মালদহ জেলায় আসে দু'টি কেন্দ্রীয় তদন্তকারী দল। দুই দিন মালদহে থেকে কালিয়াচক, মোথাবাড়ি, ইংরেজবাজার প্রভৃতি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার সরেজমিনে তদন্ত করেন কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্য়রা। ওই দলের রিপোর্ট এখনও পেশ হয়নি। তার আগেই কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর জেলা সফরে আসা নিয়ে তৈরি হয়েছে জল্পনা ।
advertisement
মালদহে তিন দিন থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের স্ক্যানারে মালদহ জেলা কেন ? এ নিয়ে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। মালদহ সফরে বিজেপি দলের সাংগঠনিক নানা কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি আজ মঙ্গলবার বিকেলে মালদহ জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আবাস যোজনা নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় মন্ত্রী।
advertisement
শুধু প্রশাসনিক বৈঠকই নয়, আগামিকাল বুধবার তাঁর মানিকচকের একাধিক এলাকায় পরিদর্শনের কথা। পরদিন বৃহস্পতিবার তিনি যাবেন মালদহের বৈষ্ণবনগরের কিছু এলাকায়। মালদহে সরাসরি বিভিন্ন এলাকায় উপভোক্তাদের সঙ্গেও কথা বলবেন কেন্দ্রীয় মন্ত্রী। দফতরের রাষ্ট্রমন্ত্রীর জেলায় আবাস পরিস্থিতি খতিয়ে দেখার পর কেন্দ্রীয় সরকার কী অবস্থান নেয়, এখন নজর সেদিকেই।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda: তৃণমূলের অভিযোগেই আবাস যোজনার তদন্ত? মালদহে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement