Kunal Ghosh: 'টিআরপি চলে গিয়েছিল, একের পর এক ছবি ফ্লপ করেছিলেন,' মিঠুনকে বেনজির আক্রমণ কুণালের
- Published by:Suvam Mukherjee
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Kunal Ghosh: "আমাকে মিঠুন দা দেখাবেন না", বললেন কুণাল
#কলকাতা: মিঠুনকে ফের একের পর এক তোপ দাগলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, "সাপের খোলস বদলানোর অভ্যাস আছে। তিনি যদি এলি-তেলি আমাকে বলে রাখেন, তাহলে জেনে রাখুন উনি এই এলি তেলির সঙ্গে পদ্মশ্রী সুপারিশ করতে প্রণব মুখোপাধ্যায় কাছে গিয়েছিলেন। ক্ষমা চাইতে মমতা বন্দ্যোপাধ্যায় কাছে গিয়েছিলেন। মনে রাখবেন সেতু তৈরি করতে কাঠবেড়ালিরও ভূমিকা আছে। ওনার টিআরপি চলে গিয়েছিল, একের পর এক ছবি ফ্লপ করেছিল। উনি অবশ্যই একজন ফাইটার। কিন্তু আমাকে মিঠুন দা দেখাবেন না।"
কলকাতা হাইকোর্টের প্রসঙ্গে তিনি বলেন, "আদালতে যা হচ্ছে, তাতে রাজনৈতিক দলের অবকাশ নেই বলার। আইন ব্যবস্থায় ঠোকাঠুকি অবশ্যই লাগে। মতপার্থক্যের কারণ জানলে সমস্যা মিটবে।"
বিচারপতি বাড়ির সামনে পোস্টার নিয়ে কুণাল ঘোষ বলেন, "আমরাও খুঁজে বার করার চেষ্টা করছি কে পোস্টার মেরেছে। কেউ যদি দেখে থাকেন জানান। কেউ যদি বলেন আমি মেরেছি সে এসে জানান। ছবি তুললে জানান।"
advertisement
advertisement
আরও পড়ুন, শিক্ষক নিয়োগে আরও গতি, পঞ্চম দফার ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের
আরও পড়ুন, আবাস যোজনা দুর্নীতিতে এবার মুখ খুললেন দেব, তারকা সাংসদের মুখে 'অন্য' সুর! যা বললেন ঘাটালে...
বাবুঘাটে গঙ্গা আরতি প্রসঙ্গে কুণাল বলেন, "সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। দল কী করবে? ত্রিপুরাতে যেমন প্রশাসনিক কথা বলা হত। তেমন অনুচ্ছেদ গুলো পড়ে নিক। আর গঙ্গা আরতি তো কলকাতা পুরসভা করবে। সেখানে সস্তা রাজনীতি করতে গেলে হবে না।"
advertisement
শুভেন্দুকে নিশানা করে কুণাল ঘোষ বলেন, "বিজেপি ত্রিপুরায় দুটো দল বদলুদের পাঠিয়েছে। দুই এজেন্সির ভয়ে দলবদল করা প্রাণীকে পাঠিয়েছেন। দুর্নীতিগ্রস্ত শুভেন্দু অধিকারীকে বুঝবেন ত্রিপুরার মানুষ।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 5:18 PM IST