Kunal Ghosh: 'টিআরপি চলে গিয়েছিল, একের পর এক ছবি ফ্লপ করেছিলেন,' মিঠুনকে বেনজির আক্রমণ কুণালের

Last Updated:

Kunal Ghosh: "আমাকে মিঠুন দা দেখাবেন না", বললেন কুণাল

#কলকাতা: মিঠুনকে ফের একের পর এক তোপ দাগলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, "সাপের খোলস বদলানোর অভ্যাস আছে। তিনি যদি এলি-তেলি আমাকে বলে রাখেন, তাহলে জেনে রাখুন উনি এই এলি তেলির সঙ্গে পদ্মশ্রী সুপারিশ করতে প্রণব মুখোপাধ্যায় কাছে গিয়েছিলেন। ক্ষমা চাইতে মমতা বন্দ্যোপাধ্যায় কাছে গিয়েছিলেন। মনে রাখবেন সেতু তৈরি করতে কাঠবেড়ালিরও ভূমিকা আছে। ওনার টিআরপি চলে গিয়েছিল, একের পর এক ছবি ফ্লপ করেছিল। উনি অবশ্যই একজন ফাইটার। কিন্তু আমাকে মিঠুন দা দেখাবেন না।"
কলকাতা হাইকোর্টের প্রসঙ্গে তিনি বলেন, "আদালতে যা হচ্ছে, তাতে রাজনৈতিক দলের অবকাশ নেই বলার। আইন ব্যবস্থায় ঠোকাঠুকি অবশ্যই লাগে। মতপার্থক্যের কারণ জানলে সমস্যা মিটবে।"
বিচারপতি বাড়ির সামনে পোস্টার নিয়ে কুণাল ঘোষ বলেন, "আমরাও খুঁজে বার করার চেষ্টা করছি কে পোস্টার মেরেছে। কেউ যদি দেখে থাকেন জানান। কেউ যদি বলেন আমি মেরেছি সে এসে জানান। ছবি তুললে জানান।"
advertisement
advertisement
বাবুঘাটে গঙ্গা আরতি প্রসঙ্গে কুণাল বলেন, "সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। দল কী করবে? ত্রিপুরাতে যেমন প্রশাসনিক কথা বলা হত। তেমন অনুচ্ছেদ গুলো পড়ে নিক। আর গঙ্গা আরতি তো কলকাতা পুরসভা করবে। সেখানে সস্তা রাজনীতি করতে গেলে হবে না।"
advertisement
শুভেন্দুকে নিশানা করে কুণাল ঘোষ বলেন, "বিজেপি ত্রিপুরায় দুটো দল বদলুদের পাঠিয়েছে। দুই এজেন্সির ভয়ে দলবদল করা প্রাণীকে পাঠিয়েছেন। দুর্নীতিগ্রস্ত শুভেন্দু অধিকারীকে বুঝবেন ত্রিপুরার মানুষ।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: 'টিআরপি চলে গিয়েছিল, একের পর এক ছবি ফ্লপ করেছিলেন,' মিঠুনকে বেনজির আক্রমণ কুণালের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement