হোম /খবর /কলকাতা /
অয়নের সঙ্গে কী সম্পর্ক, কেন লক্ষ লক্ষ টাকার লেনদেন? মুখ খুললেন শ্বেতা

Sweta Chakraborty: অয়নের সঙ্গে কী সম্পর্ক, কেন লক্ষ লক্ষ টাকার লেনদেন? প্রকাশ্যে এসে মুখ খুললেন শ্বেতা

অয়নকে নিয়ে মুখ খুললেন শ্বেতা।

অয়নকে নিয়ে মুখ খুললেন শ্বেতা।

শ্বেতার দাবি, সিনেমায় অভিনয়ের জন্য অয়ন শীলের সঙ্গে মৌখিক চুক্তি হয়েছিল তাঁর৷

  • Share this:

কলকাতা: গত কয়েক দিন ধরেই তাঁকে নিয়ে তুমুল চর্চা৷ এবার প্রকাশ্যে এলেন ইডি-র হাতে ধৃত অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী৷ সংবাদমাধ্যমে মুখ খুলে শ্বেতা দাবি করলেন, নিয়োগ দুর্নীতির বিষয়ে তিনি কিছুই জানেন না৷ অয়ন শীলের সঙ্গে তাঁর ২০১৭-১৮ সাল থেকে পরিচয় বলে দাবি করেছেন শ্বেতা৷

তদন্তে নেমে ইডি জানতে পেরেছে, অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় লক্ষ লক্ষ টাকা শ্বেতার অ্যকাউন্টে গিয়েছে৷ এ দিন তারও ব্যাখ্যা দিয়েছেন শ্বেতা৷ তিনি দাবি করেছেন, চুঁচুড়ায় অয়নের থেকে তিনি একটি ফ্ল্যাট কেনার জন্য চুক্তি করেছিলেন৷ সেই ফ্ল্যাটের দাম বাবদ তিনি অয়নকে টাকাও দিয়েছিলেন৷ শ্বেতার দাবি, আমি ওনার থেকে ফ্ল্যাট কিনেছিলাম৷ টাকা দিয়েছিলাম৷ সেই ফ্ল্যাট পরবর্তী সময়ে আমি রেজিস্ট্রি করিনি৷ সেই ফ্ল্যাট ছেড়ে দিয়েছি৷ সেই টাকাই উনি ফেরত দিয়েছেন৷ সব কাগজ আমার কাছে আছে৷

আরও পড়ুন: রুচল না তিহাড়ের রুটি, ওষুধ নিয়েও সমস্যা! প্রথম রাতেই বেকায়দায় কেষ্ট

সল্টলেকে অয়ন শীলের অফিসে শ্বেতা চক্রবর্তীর গাড়ির নথিও ইডি পায় বলে খবর৷ যদিও শ্বেতার দাবি, তিনি অয়ন শীলের প্রোডাকশন হাউজের হয়ে কবাডি কবাডি সিনেমা এবং একটি শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন৷ তারই পারিশ্রমিক বাবদ অয়ন তাঁকে হন্ডা সিটি-র মতো দামি গাড়ি চড়তে দিয়েছিলেন৷ শ্বেতা বলেন, 'গাড়িটা উনি আমাকে ব্যবহার করতে দিয়েছিলেন৷ গাড়িটা পারিশ্রমিক বাবদ ব্যবহার করতে দিয়েছিলেন৷ কারণ সিনেমার শ্যুটিংয়ের জন্য আমার এদিক ওদিক যেতে হত৷'

আরও পড়ুন:'পালিয়ে যাও, ইডি আসছে!' অয়নের মোবাইলে মেসেজ পাঠানো রহস্যময়ী কে? শুরু খোঁজ

শ্বেতার দাবি, সিনেমায় অভিনয়ের জন্য অয়ন শীলের সঙ্গে মৌখিক চুক্তি হয়েছিল তাঁর৷ শ্বেতা দাবি করেছেন, ২০১৭ সাল থেকে অয়ন শীলের সঙ্গে পরিচয় তাঁর৷ পঞ্চায়েতের অফিসে কাজ করতে গিয়েই দু জনের আলাপ৷

অয়নের স্ত্রীকেও তিনি চেনেন বলে জানিয়েছেন শ্বেতা৷ যদিও তাঁর দাবি, অয়ন তাঁকে ৫৫ লক্ষ টাকা দেননি৷ তার তুলনায় অনেক কম টাকা দিয়েছেন৷ পুরোটাই ফ্ল্যাটের দাম বাবদ তিনি অয়নকে দিয়েছিলেন৷ শ্বেতা জানিয়েছেন,সমস্ত নথিই তাঁর কাছে আছে৷ ইডি ডাকলেই হাজিরা দেবেন তিনি৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Ayan Sil, Job Scam, Sweta Chakraborty