Sweta Chakraborty: অয়নের সঙ্গে কী সম্পর্ক, কেন লক্ষ লক্ষ টাকার লেনদেন? প্রকাশ্যে এসে মুখ খুললেন শ্বেতা

Last Updated:

শ্বেতার দাবি, সিনেমায় অভিনয়ের জন্য অয়ন শীলের সঙ্গে মৌখিক চুক্তি হয়েছিল তাঁর৷

কলকাতা: গত কয়েক দিন ধরেই তাঁকে নিয়ে তুমুল চর্চা৷ এবার প্রকাশ্যে এলেন ইডি-র হাতে ধৃত অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী৷ সংবাদমাধ্যমে মুখ খুলে শ্বেতা দাবি করলেন, নিয়োগ দুর্নীতির বিষয়ে তিনি কিছুই জানেন না৷ অয়ন শীলের সঙ্গে তাঁর ২০১৭-১৮ সাল থেকে পরিচয় বলে দাবি করেছেন শ্বেতা৷
তদন্তে নেমে ইডি জানতে পেরেছে, অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় লক্ষ লক্ষ টাকা শ্বেতার অ্যকাউন্টে গিয়েছে৷ এ দিন তারও ব্যাখ্যা দিয়েছেন শ্বেতা৷ তিনি দাবি করেছেন, চুঁচুড়ায় অয়নের থেকে তিনি একটি ফ্ল্যাট কেনার জন্য চুক্তি করেছিলেন৷ সেই ফ্ল্যাটের দাম বাবদ তিনি অয়নকে টাকাও দিয়েছিলেন৷ শ্বেতার দাবি, আমি ওনার থেকে ফ্ল্যাট কিনেছিলাম৷ টাকা দিয়েছিলাম৷ সেই ফ্ল্যাট পরবর্তী সময়ে আমি রেজিস্ট্রি করিনি৷ সেই ফ্ল্যাট ছেড়ে দিয়েছি৷ সেই টাকাই উনি ফেরত দিয়েছেন৷ সব কাগজ আমার কাছে আছে৷
advertisement
advertisement
সল্টলেকে অয়ন শীলের অফিসে শ্বেতা চক্রবর্তীর গাড়ির নথিও ইডি পায় বলে খবর৷ যদিও শ্বেতার দাবি, তিনি অয়ন শীলের প্রোডাকশন হাউজের হয়ে কবাডি কবাডি সিনেমা এবং একটি শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন৷ তারই পারিশ্রমিক বাবদ অয়ন তাঁকে হন্ডা সিটি-র মতো দামি গাড়ি চড়তে দিয়েছিলেন৷ শ্বেতা বলেন, 'গাড়িটা উনি আমাকে ব্যবহার করতে দিয়েছিলেন৷ গাড়িটা পারিশ্রমিক বাবদ ব্যবহার করতে দিয়েছিলেন৷ কারণ সিনেমার শ্যুটিংয়ের জন্য আমার এদিক ওদিক যেতে হত৷'
advertisement
শ্বেতার দাবি, সিনেমায় অভিনয়ের জন্য অয়ন শীলের সঙ্গে মৌখিক চুক্তি হয়েছিল তাঁর৷ শ্বেতা দাবি করেছেন, ২০১৭ সাল থেকে অয়ন শীলের সঙ্গে পরিচয় তাঁর৷ পঞ্চায়েতের অফিসে কাজ করতে গিয়েই দু জনের আলাপ৷
অয়নের স্ত্রীকেও তিনি চেনেন বলে জানিয়েছেন শ্বেতা৷ যদিও তাঁর দাবি, অয়ন তাঁকে ৫৫ লক্ষ টাকা দেননি৷ তার তুলনায় অনেক কম টাকা দিয়েছেন৷ পুরোটাই ফ্ল্যাটের দাম বাবদ তিনি অয়নকে দিয়েছিলেন৷ শ্বেতা জানিয়েছেন,সমস্ত নথিই তাঁর কাছে আছে৷ ইডি ডাকলেই হাজিরা দেবেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sweta Chakraborty: অয়নের সঙ্গে কী সম্পর্ক, কেন লক্ষ লক্ষ টাকার লেনদেন? প্রকাশ্যে এসে মুখ খুললেন শ্বেতা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement