Ayan Sil: 'পালিয়ে যাও, ইডি আসছে!' অয়নের মোবাইলে মেসেজ পাঠানো রহস্যময়ী কে? শুরু খোঁজ

Last Updated:

অয়নের শীলের সল্টলেকের অফিসে গত শনিবার থেকে তল্লাশি শুরু করেছিল ইডি৷ তার একদিন আগের দিন শুক্রবার অয়নের মোবাইলে ওই রহস্যময়ীর মেসেজ আসে বলে অভিযোগ৷

অয়নের ফোনে এবার নতুন রহস্যময়ীর খোঁজ পেল ইডি৷
অয়নের ফোনে এবার নতুন রহস্যময়ীর খোঁজ পেল ইডি৷
কলকাতা: প্রমোটার অয়ন শীলের অফিস, মোবাইল, ল্যাপটপে পাওয়া তথ্য দেখে চমকে উঠেছেন ইডি কর্তারা৷ অয়ন শীলের সূত্রেই খোঁজ মিলেছে পুরসভায় চাকরি বিক্রির নতুন কেলেঙ্কারির৷ অয়নের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাটে অবশ্য আরও বড় চমক অপেক্ষা করছিল ইডি আধিকারিকদের জন্য৷ কারণ ইডি সূত্রে খবর, অয়নের অফিসে তল্লাশি শুরু হওয়ার একদিন আগেই তাঁকে পালিয়ে যাওয়ার জন্য সতর্ক করে মেসেজ করেছিলেন এক রহস্যময়ী মহিলা৷
অয়নের শীলের সল্টলেকের অফিসে গত শনিবার থেকে তল্লাশি শুরু করেছিল ইডি৷ তার একদিন আগের দিন শুক্রবার অয়নের মোবাইলে ওই রহস্যময়ীর মেসেজ আসে বলে অভিযোগ৷ সেই মেসেজে লেখা ছিল, 'পালিয়ে যাও, জিনিসপত্র সরিয়ে ফেলো৷ ইডি আসছে৷'
advertisement
advertisement
অয়নকে আটক করার পর তাঁর মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখতে গিয়ে এই মেসেজ নজরে আসে ইডি কর্তাদের৷ কিন্তু কে এই রহস্যময়ী? ইডি সূত্রে খবর, বার বার এই প্রশ্ন করলেও তা এড়িয়ে যাচ্ছেন অয়ন শীল৷ কীভাবে গোপন অভিযানের খবর আগেভাগে অয়নের কাছে পৌঁছে গেল, তা নিয়েও চিন্তায় ইডি কর্তারা৷ দফতরের ভিতরের কেউই এই তথ্য ফাঁস করল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ যদিও রহস্যময়ীর পরিচয় এখনও পাওয়া যায়নি৷
advertisement
ইতিমধ্যেই শ্বেতা চক্রবক্তী নামে অয়ন শীলের এক বান্ধবীর খোঁজও পেয়েছে ইডি৷ অভিযোগ, নিয়োগ দুর্নীতির টাকা থেকেই অয়ন তাঁকে ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন ওই মহিলাকে৷ গাড়ি কেনার জন্য এই টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ayan Sil: 'পালিয়ে যাও, ইডি আসছে!' অয়নের মোবাইলে মেসেজ পাঠানো রহস্যময়ী কে? শুরু খোঁজ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement