'পদক্ষেপ করুক নির্বাচন কমিশন...' ক্ষোভে ফুঁসছেন শুভেন্দু! কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি বিরোধী দলনেতার
- Published by:Rachana Majumder
- Reported by:Susmita Mondal
Last Updated:
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবিও করেছেন।
কলকাতা: এবার নতুন দাবি তুলে মাঠে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা। ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে পদক্ষেপ করুক নির্বাচন কমিশন,’ আর্জি শুভেন্দু অধিকারীর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবিও করেছেন। সিইও অফিস আর তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে এ নিয়ে একটি বিস্তারিত পোস্টও করেছেন। তা নিয়ে এখন রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে পুরোদমে।
সম্প্রতি এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের তুলোধনা করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তুলোধনা করেন বিজেপিরও। তাঁর সাফ দাবি, এসআইআরের নামে আসলে এনআরসি করার চক্রান্ত হচ্ছে। তোপের পর তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের নির্বাচনী আধিকারিকদেরও। এদিকে SIR এর কাজ খতিয়ে দেখতে বাংলা পা পড়েছে নির্বাচন কমিশনের বিশেষ টিমের। নেতৃত্বে দেখা যায় ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীকে। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অন্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। তারপরই থেকেই দ্রুত এসআইআর জল্পনা এক্কেবারে তুঙ্গে। কিন্তু এত দ্রুত কীভাবে এই কাজ করা সম্ভব সেই প্রশ্ন বারবার তুলছেন মমতা।

advertisement
তাঁর অভিযোগ, বিএলও-দের ডেকে থ্রেট করা হয়েছে। তীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রাজ্যে থাকা সত্ত্বেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে চরম বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা বিহারে সম্ভব হলেও বাংলায় ভিন্ন বলে দাবি তাঁর। এক্স হ্যান্ডেলে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের নজরে এনে শুভেন্দু লিখছেন, ‘গভীর উদ্বেগের সঙ্গে আমি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে হুমকি দিয়েছেন, সিইও-এর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন…’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 10, 2025 12:52 PM IST