মমতার উত্তরবঙ্গ সফরে বক্তব্যের জবাব দিতে এবার উত্তরবঙ্গ সফর ঘোষণা শুভেন্দুর

Last Updated:

শুভেন্দুর চাঞ্চল্যকর অভিযোগ, 'সাদা পোশাকে, পায়ে চটি পড়ে, পরিচয়পত্র ছাড়া যেভাবে মমতা পুলিশ কাজ করছে তাতে পুলিশকে তৃণমূলের ক্যাডার না গুন্ডা বোঝা দায়'।  

মমতার উত্তরবঙ্গ সফরে বক্তব্যের জবাব দিতে এবার উত্তরবঙ্গ সফর ঘোষণা শুভেন্দুর
মমতার উত্তরবঙ্গ সফরে বক্তব্যের জবাব দিতে এবার উত্তরবঙ্গ সফর ঘোষণা শুভেন্দুর
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের দিনেই উত্তরবঙ্গ যাওয়ার কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাল নদীতে হড়পা বানে বিসর্জনের সময়  বিপর্যয়ের পর সেখানে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী মাল-সহ উত্তরবঙ্গ সফরে যা যা কথা বলবেন তার জবাব দিতেই আমি  সেখানে যাব। দুর্ঘটনার সময় তিনি কার্নিভাল নিয়ে ব্যস্ত ছিলেন। ডান্ডি নাচে অংশ নিয়েছিলেন। এতদিন পর তাঁর মনে পড়ল, মাল নদীতে দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের কথা।’’
আগামী ৫ নভেম্বর তিনি উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাব দেবেন বলে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রের খবর, নভেম্বরের প্রথম সপ্তাহেই শুভেন্দু ও অন্যান্য প্রথম সারির পদ্ম নেতাদের উত্তরবঙ্গে বেশ কিছু কর্মসূচি হাতে নিতে চলেছে গেরুয়া শিবির।
advertisement
advertisement
সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় সুর চড়িয়ে শুভেন্দু এও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 'মমতা পুলিশ' প্রতিবাদীদের প্রতিবাদের কন্ঠ রোধ করতে চাইছে। রাজ্যের অবস্থা জরুরি অবস্থার চেয়েও খারাপ বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। সরকার ক্ষমতাচ্যুত হতে আর বেশি দেরি নেই।’’
advertisement
পুলিশের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক শুভেন্দুর হুঁশিয়ারি, ‘‘আমি এবং আমাদের দলের নেতাদের কথা তো ছেড়েই দিন। যারাই সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধাচারণ করছে, তাদের বিরুদ্ধেই পুলিশকে ব্যবহার করে প্রতিশোধের রাজনীতি করা হচ্ছে। আমরা কোন পুলিশ কী করছে সব নজরে রাখছি।’’ আগামী দিনে অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে সে কথাও স্পষ্ট করেন শুভেন্দু। তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, ‘‘সাদা পোশাকে, পায়ে চটি পড়ে, পরিচয়পত্র ছাড়া যেভাবে মমতার পুলিশ কাজ করছে তাতে পুলিশকে তৃণমূলের ক্যাডার না গুন্ডা বোঝা দায়।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
মমতার উত্তরবঙ্গ সফরে বক্তব্যের জবাব দিতে এবার উত্তরবঙ্গ সফর ঘোষণা শুভেন্দুর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement