সরকারি টাকায় তৃণমূল বিধায়কের রিসর্ট সংস্কার মমতার উত্তরবঙ্গ সফরের আগে কেন? প্রশ্ন শুভেন্দুর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
গরু পাচারের পর এবার মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই বালি চুরির ভিডিও ট্যুইট করলেন শুভেন্দু।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে তৃণমূল বিধায়কের রিসর্ট সাজিয়ে তুলতে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করবেন বলে জানালেন শুভেন্দু অধিকারী। নিজের সোশ্যাল মিডিয়ায় সরকারি চিঠি ও ২০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে তৃণমূল বিধায়ক দুলাল চন্দ্র দাসের রিসর্ট সংস্কারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে।
শুভেন্দু অধিকারীর প্রশ্ন, যেখানে সরকারের অর্থনৈতিক দেউলিয়া পরিস্থিতি, সরকারি কর্মীদের ডিএ দিতে পারছে না, বেহাল রাস্তার মেরামত করার টাকা নেই, কর্মসংস্থান নেই, সেখানে কীভাবে লক্ষ লক্ষ সরকারি টাকা, যে টাকা সাধারণ মানুষের টাকা তা খরচ করা হল? তাঁর দাবি, এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে ৩৮ লক্ষ টাকা খরচ করেছে সরকার। সেই টাকার অঙ্ক আরও বাড়তেও পারে। সাধারণ মানুষের টাকা নয়ছয় করা হয়েছে, এই মর্মে শীঘ্রই আদালতে জনস্বার্থ মামলা করার কথাও বলেন শুভেন্দু।
advertisement
When WB is reeling under the pressure of financial insolvency & Govt is unable to pay DA, repair roads, generate employment, is it fair to waste public funds to renovate a Pvt Resort of TMC MLA Dulal Chandra Das, because the most VVIP guest of WB; Lady Kim is going to stay there? pic.twitter.com/0VBcb2MBMK
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 16, 2022
advertisement
advertisement
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর চলাকালীনই তিস্তা নদী থেকে অবাধে বালি চুরি নিয়েও সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত পাহাড়পুরে তৃণমূল নেতাদের মদতে চলছে তিস্তা থেকে বেআইনিভাবে বালি চুরি। ট্যুইটে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘যেখানে বেআইনি বালি উত্তোলনের কারণে মাল নদীতে ঘটেছে দুর্ঘটনা। মৃত্যু হচ্ছে কয়েকজনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের সঙ্গে দেখা করতেও যান। অথচ তার দলের নেতাদের নির্দেশেই আজও সেখানে চলছে জেসিবি মেশিন ব্যবহার করে দেদার বালি চুরি।’’
advertisement
At the time when CM's visiting Jalpaiguri, rampant illegal sand mining is going on in full swing in the district. Look how unregulated extraction of sand is happening at the river bank of Teesta at Paharpur area of Rajganj Assembly Constituency, with the aid of TMC leaders. pic.twitter.com/Gd2Z21boMi
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 17, 2022
advertisement
একদিকে যখন গরু পাচার-সহ একাধিক দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঠিক তখনই শাসক দলের নেতা ও পুলিশের একাংশের মদতে গরু পাচার যে পুরুলিয়াকে সেফ করিডর হিসেবে ব্যবহার করে এখনও চলছে সোশ্যাল মিডিয়ায় শনিবার একটি ভিডিও সহ তা পোস্ট করে দাবি করেন শুভেন্দু অধিকারী। এবার মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন তিনি সরব হলেন শাসকের মদতে উত্তরবঙ্গের বালি চুরি নিয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2022 6:44 AM IST