যখন ব্রিসবেনে খেলছেন বিরাট, ইডেনে 'ভারত-পাকিস্তান' ম্যাচ খেললেন অনুষ্কা

Last Updated:
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলছেন বিরাট, একইদিনে কোহলির প্রিয় ইডেনে ক্রিকেটে মাতলেন অনুষ্কা।
1/5
সোমবার বিকেলে জমজমাট ইডেন গার্ডেন্স! গ্যালারিতে ভিড় করে কাতারে কাতারে দর্শক! এক দিকে ভারতের পতাকা, অন্যদিকে পাকিস্তানের! আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। তার আগে, আচমকা আজ ইডেনে এ কী হচ্ছে? Story And Pic: Eron Roy Burman
সোমবার বিকেলে জমজমাট ইডেন গার্ডেন্স! গ্যালারিতে ভিড় করে কাতারে কাতারে দর্শক! এক দিকে ভারতের পতাকা, অন্যদিকে পাকিস্তানের! আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। তার আগে, আচমকা আজ ইডেনে এ কী হচ্ছে? Story And Pic: Eron Roy Burman
advertisement
2/5
তবে, খোলসা করেই বলা যাক! ইডেনে সোমবার সন্ধেয় ভারত-পাকিস্তানের ম্যাচ হল ঠিকই। তবে 'রিয়েল-লাইফ' নয়, 'রিল-লাইফ'-এর! ঝুলন গোস্বামীর অটোবায়োগ্রাফি ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিং ছিল ইডেনে। হাজির অনুষ্কা শর্মা-সহ ছবির গোটা ইউনিট। এই স্লাইডে যে ছবিটি দেখা যাচ্ছে, সেখানে অবশ্য অনুষ্কা নয়, রয়েছেন অনুষ্কার ডামি
তবে, খোলসা করেই বলা যাক! ইডেনে সোমবার সন্ধেয় ভারত-পাকিস্তানের ম্যাচ হল ঠিকই। তবে 'রিয়েল-লাইফ' নয়, 'রিল-লাইফ'-এর! ঝুলন গোস্বামীর অটোবায়োগ্রাফি ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিং ছিল ইডেনে। হাজির অনুষ্কা শর্মা-সহ ছবির গোটা ইউনিট। এই স্লাইডে যে ছবিটি দেখা যাচ্ছে, সেখানে অবশ্য অনুষ্কা নয়, রয়েছেন অনুষ্কার ডামি
advertisement
3/5
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলছেন বিরাট, একইদিনে কোহলির প্রিয় ইডেনে ক্রিকেটে মাতলেন অনুষ্কা।
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলছেন বিরাট, একইদিনে কোহলির প্রিয় ইডেনে ক্রিকেটে মাতলেন অনুষ্কা।
advertisement
4/5
মেয়ে ভামিকাকে নিয়েই কলকাতা এসেছিলেন অনুষ্কা। পরেছিলেন ঝুলনের নাম লেখা ২৫ নম্বর জার্সি। হাই কোর্ট প্রান্ত থেকে তাঁকে বল নিয়ে ছুটে আসতে দেখা গিয়েছে।
মেয়ে ভামিকাকে নিয়েই কলকাতা এসেছিলেন অনুষ্কা। পরেছিলেন ঝুলনের নাম লেখা ২৫ নম্বর জার্সি। হাই কোর্ট প্রান্ত থেকে তাঁকে বল নিয়ে ছুটে আসতে দেখা গিয়েছে।
advertisement
5/5
জানা গিয়েছে, সোমবার সারা রাত ধরে চলবে শুটিং। এর আগেও এক বার ইডেনে এসেছিলেন অনুষ্কা। সিনেমার বেশ কিছু দৃশ্যের শুটিং সে বারও করে যান। তখন অনুষ্কার সঙ্গে মাঠে দেখা গিয়েছিল ঝুলনকেও। আগামী বছর মুক্তি পাওয়ার কথা 'চাকদা এক্সপ্রেস'-এর।
জানা গিয়েছে, সোমবার সারা রাত ধরে চলবে শুটিং। এর আগেও এক বার ইডেনে এসেছিলেন অনুষ্কা। সিনেমার বেশ কিছু দৃশ্যের শুটিং সে বারও করে যান। তখন অনুষ্কার সঙ্গে মাঠে দেখা গিয়েছিল ঝুলনকেও। আগামী বছর মুক্তি পাওয়ার কথা 'চাকদা এক্সপ্রেস'-এর।
advertisement
advertisement
advertisement