'এরা আসলে বাংলার লজ্জা...' কাকে উদ্দেশ্য করে বললেন শুভেন্দু অধিকারী? এক মন্তব্যেই তোলপাড়!

Last Updated:

Suvendu Adhikari: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ এবং জলপাইগুড়িতে নাবালিকা ধর্ষণের মতো একের পর এক ঘটনা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন বিস্ফোরক মন্তব্য।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
কলকাতা: ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চড়ছে রাজনৈতিক পারদ। নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংশ্লিষ্ট বেসরকারি মেডিক্য়াল কলেজে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে গেরুয়া শিবির। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে হাসপাতালের সামনে ধর্নায় বসেছেন বিজেপি বিধায়ক।
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ এবং জলপাইগুড়িতে নাবালিকা ধর্ষণের মতো একের পর এক ঘটনা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন বিস্ফোরক মন্তব্য। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি রাজ্যের পুলিশ এবং মুখ্যমন্ত্রীকে নিশানা করে দাবি করেন, “অপদার্থ পুলিশ আর মুখ্যমন্ত্রীকে গোটা বিশ্ব দেখছে। এরা আসলে বাংলার লজ্জা।” তাঁর কথায়, রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই মডেল বন্ধ করতে রাজ্যে উত্তরপ্রদেশ-মহারাষ্ট্রের মতো শাসন দরকার।
advertisement
advertisement
বিজেপি নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। শুভেন্দু বলেন, রাজ্যে ঘটা একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপি বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় সমস্যা নারী নির্যাতন। এই ধরনের একাধিক ঘটনার পর রাজ্যের ১৪টি কন্যা সুরক্ষা যাত্রা করা হয়েছে। এবারও নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে বলে শুভেন্দু অধিকারী জানান। তার মতে ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনায় গ্রেফতার করলে শুধু হবে না। যোগী আদিত্যনাথ কিংবা হেমন্ত বিশ্বাস শর্মা বা চন্দ্রবাবু নাইডু’র মত সক্রিয় পদক্ষেপ নিতে হবে।
advertisement
রাজ্যে পুলিশের মা ও স্ত্রীরাও সুরক্ষিত নন। নাম না করে অনুব্রত মণ্ডলের কথা প্রসঙ্গ টেনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা। বোলপুরে ওই ঘটনার পর মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়ে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়িয়ে দেন। আগে চারজন নিরাপত্তা রক্ষী পেতেন এখন মোট ২২ জন নিরাপত্তা রক্ষী। তাঁকে জেলা আহ্বায়ক করা হয়েছে, সে কথাও স্মরণ করান।
advertisement
বাংলার নারীদের সম্মান রক্ষার্থে পথে হাঁটবেন আগামী দিনে শুভেন্দু অধিকারী-সহ বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি যে লড়াই আন্দোলন চলছে তার মাত্রা বাড়বে বলেও হুঁশিয়ারি দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে দুর্গাপুর-সহ রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ধর্ষণের প্রতিবাদে লড়াই চলবে বিচার না পাওয়া পর্যন্ত জানিয়ে দেন শুভেন্দু। অধিকারী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'এরা আসলে বাংলার লজ্জা...' কাকে উদ্দেশ্য করে বললেন শুভেন্দু অধিকারী? এক মন্তব্যেই তোলপাড়!
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement