২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩, দুর্গাপুরের ঘন জঙ্গলে ঠিক কী ঘটেছিল? ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষ*ণ কাণ্ডে সামনে এল হাড়হিম তথ্য
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Medical Student Assault: রাজ্যের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে দুর্গাপুরের কাছে জঙ্গলে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনায় তিন বিজড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ৷ দুর্গাপুর মহকুম আদালতে তোলা হবে৷
দুর্গাপুর: রাজ্যে গণধর্ষণের শিকার ফের আরও এক ডাক্তারি পড়ুয়া৷ এবার নির্যাতনের শিকার হন ভিন রাজ্যের পড়ুয়া। রাজ্যের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে দুর্গাপুরের কাছে জঙ্গলে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বর্ধমানের ঘটনায় পাঁচজন অপরাধীকেই চিহ্নিত করা সম্ভব হয়েছে ৷ জানা গিয়েছে, প্রথমে তিনজন মোবাইল কেড়ে নেয় এবং একজন ধর্ষণ করে বলে অভিযোগ৷ এরপর এই তিনজন সেখান থেকে চলে যায়৷ পরে অন্য দু’জন আসে৷
তারা মেয়েটিকে আশ্বাস দেয় খুজে আনবে বাকি তিনজনকে৷ এই বলে মেয়েটির মোবাইলে ফোন করে চিহ্নিত করা সম্ভব হয়েছে৷ এখন শুধু ধরার অপেক্ষা৷ দুর্গাপুরে ধর্ষণের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! আগামী ৮০ দিন সবচেয়ে ভয়ঙ্কর, বাবা ভাঙ্গার হাড়হিম ভবিষ্যদ্বাণী মিললেই…, ২০২৬ সালে কী অপেক্ষা করছে?
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা ড্রোন উড়িয়ে পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান এলাকার জঙ্গলে তদন্ত চালাচ্ছে৷ ধর্ষণের ঘটনায় তিন বিজড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ৷ দুর্গাপুর মহকুম আদালতে তোলা হবে৷
advertisement
advertisement
আরওপড়ুন-অক্টোবরেই লাগবে ‘লটারি’…! সূর্য-বুধের মহামিলনে ৫ রাশির জ্যাকপট, দীপাবলিতেই উপচে পড়বে কাঁড়ি কাঁড়ি টাকা, খুলবে পোড়া কপাল
দুর্গাপুর ঘটনাস্থলে রয়েছে এসিপি দুর্গাপুর, ওসি নিউ টাউনশিপ থানা৷ এই জঙ্গলের ঘটনাস্থল থেকে মেডিক্যাল কলেজ এক কিলোমিটার দূরত্ব৷ টাওয়ার ডাম্পিং করে অর্থাৎ ঘটনার নির্দিষ্ট সময়ে এই কোটা এলাকায় কোন কোন মোবাইল ফোন সক্রিয় ছিল, কোন ফোনে কোন কল হয়েছে সেই পুরো বিষয়টা দেখা হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 12, 2025 10:16 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩, দুর্গাপুরের ঘন জঙ্গলে ঠিক কী ঘটেছিল? ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষ*ণ কাণ্ডে সামনে এল হাড়হিম তথ্য









