Voter Card : ভোটার কার্ড নেই? চিন্তা নেই, এই ১২টি নথির মধ্যে একটা থাকলেই হবে, ভোট দিতে পারবেন কোনও ঝামেলা ছাড়াই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Voter ID Card- নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত যোগ্য ভোটাররা পরিচয়পত্র (EPIC) ছাড়াও ১২টি বিকল্প সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন। এক্ষেত্রে নির্বাচক নিবন্ধন বিধি, ১৯৬০ এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুযায়ী কমিশনের এই নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে, যাতে ভোটারদের পরিচয় যাচাই সহজ পদ্ধতিতে হয়।
advertisement
advertisement
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত যোগ্য ভোটাররা পরিচয়পত্র (EPIC) ছাড়াও ১২টি বিকল্প সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন। এক্ষেত্রে নির্বাচক নিবন্ধন বিধি, ১৯৬০ এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুযায়ী কমিশনের এই নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে, যাতে ভোটারদের পরিচয় যাচাই সহজ পদ্ধতিতে হয়। তাছাড়া ভুয়ো ভোটার রুখতেও কমিশন উদ্যোগী।
advertisement
advertisement
এবার দেখে নেওয়া যাক, কোন কোন নথি ভোটদানের সময় ভোটার কার্ডের বিকল্প হিসেবে বিবেচিত হবে! সেগুলি হল- আধার কার্ড, মনরেগা জব কার্ড, ব্যাঙ্ক বা ডাকঘর থেকে দেওয়া ছবিযুক্ত পাসবুক, শ্রম মন্ত্রক বা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড প্রকল্পের অধীনে প্রদত্ত স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনপিআর-এর অধীনে দেওয়া স্মার্ট কার্ড, পাসপোর্ট, সচিত্র পেনশন ডকুমেন্ট, কেন্দ্র/রাজ্য সরকার/ পাবলিক লিমিটেড কোম্পানির কর্মীদের জন্য প্রদত্ত সচিত্র পরিচয়পত্র, সাংসদ, বিধায়ক বা বিধান পরিষদ সদস্যদের সরকারি পরিচয়পত্র, মাজকল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রক কর্তৃক প্রদত্ত বিশেষ প্রতিবন্ধী আইডি (UDID) কার্ড।
advertisement
