Bengal BJP: ভোটের আগেই বিজেপির রাজ্য কমিটিতে মেগা পরিবর্তন! শমীক কেশব ভবন যেতেই, কে আসছে নতুন পদে জানেন? জোর গুঞ্জন, বড় চমক দেবে বঙ্গ বিজেপি!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Susmita Mondal
Last Updated:
Bengal BJP: রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন বর্তমানে রয়েছেন দুজন। একজন অমিতাভ চক্রবর্তী ও দ্বিতীয় জন সতীশ ধন্দ।
বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপির রাজ্য কমিটিতে মেগা পরিবর্তন। রাজ্য কমিটিতে আসতে চলেছে একাধিক নতুন মুখ। নবীন ও প্রবীণের মিশেল থাকবে রাজ্য কমিটিতে।
advertisement
রাজ্য সাধারণ সম্পাদক রাজ্য পদাধিকারী, রাজ্য সহ সভাপতি, মোর্চা সব বিভাগেই থাকছে বিস্তর পরিবর্তন। গত শুক্রবার বিজেপির বৈঠক চলাকালীন মাঝপথেই কেশব ভবন অর্থাৎ রাজ্যের আরএসএস-এর সদর দফতরে তড়িঘড়ি গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব। মূলত রাজ্য কমিটি নিয়েই আলোচনা হয় সেখানে।
advertisement
প্রসঙ্গত, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন বর্তমানে রয়েছেন দুজন। একজন অমিতাভ চক্রবর্তী ও দ্বিতীয় জন সতীশ ধন্দ। এর সঙ্গে আরও একজন সাধারণ সম্পাদক সংগঠন নিয়ে আসা হবে বলে সূত্রের খবর। এই পদ মূলত আরএসএস থেকে দেওয়া হয়। আরও একজন সাধারণ সম্পাদক সংগঠন যদি আসেন, তবে এই পদে তিনজন নেতা থাকবেন।
advertisement
আরএসএস পশ্চিমবঙ্গকে তিনটি ভাগে ভাগ করে। উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের দায়িত্বে রয়েছেন সতীশ ধন্দ। দক্ষিণবঙ্গের দায়িত্বে রয়েছেন অমিতাভ চক্রবর্তী। আর নতুন সাধারণ সম্পাদক সংগঠন এলে তাকে মধ্যবঙ্গের দায়িত্ব দেওয়া হবে।
advertisement
উল্লেখ্য, বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষক নিয়োগ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিধানসভা নির্বাচনের এখনও কিছু মাস বাকি থাকলেও বিজেপি যে নির্বাচনী প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে, তা এই সাংগঠনিক নিয়োগ থেকেই স্পষ্ট।
advertisement
দলীয় সূত্রে জা‍না গিয়েছে, বনসলদের মতো বঙ্গ–বিজেপির সাংগঠনিক খুঁটিনাটি নিয়ে মাথা ঘামাবেন না ভূপেন্দ্র–বিপ্লবরা। তাঁরা মূলত প্রচার কৌশল নির্ধারণ করবেন।
advertisement