Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের মন্ত্রীর মামলা! হাইকোর্টের বিচারপতি যা করলেন, চমকে উঠল কোর্টরুম! কী হল জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Suvendu Adhikari: ব্যক্তিগত কারণে মামলা থেকে অব্যাহতি বিচারপতির, সূত্রের খবর এমনই। এরপর প্রধান বিচারপতি নির্দিষ্ট করবেন পরবর্তীকালে কোন বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হবে।
কলকাতা: মানহানির মামলায় কলকাতা হাইকোর্টে আগেই স্বস্তি পেয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। সেই মামলায় স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু। সেই মামলায় নিম্ন আদালতে মানহানির মামলার বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট। আর এবার, সেই মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য।
advertisement
ব্যক্তিগত কারণে মামলা থেকে অব্যাহতি বিচারপতির, সূত্রের খবর এমনই। এরপর প্রধান বিচারপতি নির্দিষ্ট করবেন পরবর্তীকালে কোন বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী হলেন পুলক রায়। উলুবেড়িয়ায় এক সভা থেকে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন শুভেন্দু। কেন্দ্রের ‘জল জীবন মিশন’ প্রকল্পে ফেরুল (মূল পাইপ থেকে মুখ জোড়ার যন্ত্রাংশ) কেনা-সহ একাধিক বিষয়ে বেনিয়মের অভিযোগ করেন শুভেন্দু। বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মানহানির মামলা করেন মন্ত্রী পুলক।
advertisement
মন্ত্রীর অভিযোগ ছিল, কোনও প্রমাণ ছাড়াই শুধুমাত্র মৌখিক তথ্যের ভিত্তিতে অবমাননাকর মন্তব্য করছেন বিরোধী দলনেতা। তাঁর ও দফতরের কর্মীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। অবমাননাকর মন্তব্যের জন্য উলুবেড়িয়া মহকুমা আদালতে মানহানি মামলা করেন পুলক রায়। বর্তমানে মামলাটি বিচারাধীন।
advertisement
মানহানি এই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন বিধানসভার বিরোধী দলনেতা। শুভেন্দুর আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য। হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতে ওই মানহানি মামলার বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে বলে হাইকোর্ট জানিয়েছিল। এবার সেই মামলা থেকেই অব্যাহতি নিলেন বিচারপতি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 1:12 PM IST