Suvendu Adhikari: সরকারি হাসপাতালে সিসিটিভি বসাতেও ‘কাটমানি’! বিস্ফোরক দাবি শুভেন্দুর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগের বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগের বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘‘ঘূর্ণিঝড় হোক বা বন্যা বা অন্য কোনও প্রাকৃতিক বিপর্যয়, সঙ্কটকালে কাটমানি খেতে তৃণমূল বরাবরই সিদ্ধহস্ত। এবার রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে মহিলা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য সিসিটিভি লাগানো নিয়ে বহু জলঘোলা হয়েছে গত কয়েক মাস ধরে। অবশেষে মহামান্য সুপ্রিম কোর্ট অবিলম্বে তা কার্যকর করতে নির্দেশও দিয়েছেন। রাজ্য সরকার একপ্রকার বাধ্য হয়েছে নির্দেশ কার্যকর করতে।’’
Justice for Abhaya or Cut money for Trinamool?
TMC truly deserves applaud for turning a crisis into a money making opportunity !!!
After Hon’ble Supreme Court’s direction to enhance security at the Medical Colleges in the State of West Bengal where vulnerable Female Health Care… pic.twitter.com/yeTdVmLpLN
— Suvendu Adhikari (@SuvenduWB) November 11, 2024
advertisement
advertisement
রীতিমতো বেশ কিছু সরকারি নথি ও পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘রাতের সাথী’ প্রকল্পের অধীনে সেই নির্দেশ কার্যকর করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং রাজ্য মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন এই বিষয়ে দরপত্র আহ্বান করার ব্যপারে উদ্যোগ নিচ্ছে। কিন্তু সিসিটিভি লাগানোর খরচ দেখলে চমকে যাবেন।’’
advertisement
বেশ কিছু হাসপাতালের উল্লেখ করে চাঞ্চল্যকর দাবি করে শুভেন্দু নিজের সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনে লিখেছেন, ‘‘ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
১৯৫টি সিসিটিভির জন্য দরপত্রে ধার্য করা হয়েছে ৩,২২,৫২,৯২৩/- টাকা, অর্থাৎ একটি সিসিটিভি লাগানোর জন্য খরচ মাত্র ১,৬৫৪০০/- টাকা। অন্যদিকে প্রফুল্ল চন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আরামবাগের ক্ষেত্রে ৫০টি সিসিটিভির জন্য দরপত্রে ধার্য করা হয়েছে ১,৭৫,৯৮,৭৩৯/- টাকা। অর্থাৎ একটি সিসিটিভি লাগানোর জন্য খরচ মাত্র ৩,৫১,৯৭৪/- টাকা। গোটা রাজ্যের মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সীমাহীন দুর্নীতির পাঁকে নিমজ্জিত, কিন্তু এই অবিশ্বাস্যকর চমকে দেওয়া দরপত্র সব দুর্নীতিকে ছাপিয়ে গিয়েছে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2024 9:09 AM IST