'মামলা লড়তে কোটি কোটি টাকা খরচ করবে অথচ সরকারি কর্মচারীদের ডিএ দেবে না' মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

Last Updated:

Suvendu Adhikari : 'রাজ্য সরকার শুধু সময় নষ্ট করছে, বকেয়া ডিএ দিতে পারবে না। এই সরকার দেউলিয়া সরকারে পরিণত হয়েছে'। তোপ বিরোধী দলনেতার। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে  নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে  নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
কলকাতা :  'রাজ্য সরকার শুধু সময় নষ্ট করছে, বকেয়া ডিএ দিতে পারবে না। এই সরকার দেউলিয়া সরকারে পরিণত হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ হচ্ছে তাদের অধিকার, হকের টাকা। দেশের সর্বোচ্চ আদালত সমস্ত দিক খতিয়ে দেখে সঠিক  রায় দেবে বলেই আমাদের বিশ্বাস'। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের ডিএ মামলায় সুপ্রিম কোর্টে যাওয়া প্রসঙ্গে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে  নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পাশাপাশি মমতা সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়ে শুভেন্দু এও বলেন,' দেনার দায়ে ডুবে রয়েছে সরকার। উন্নয়নমূলক কাজে নজর না দিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা স্রেফ রাজনৈতিক স্বার্থে  ব্যবহার করছে। অথচ নিজের সরকারি কর্মীদের প্রাপ্য টাকা মেটাচ্ছে না'। সম্প্রতি এক রাজনৈতিক সভামঞ্চ থেকে সরকারকে  চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে শুভেন্দু অধিকারী সরকারি কর্মীদের আশ্বস্ত করে ঘোষণা করেছিলেন যে,' বিজেপি সরকারে আসার ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি কর্মীদের নির্দিষ্ট মাসিক বেতনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত বকেয়া  ডিএএকসঙ্গে মিটিয়ে দেওয়া হবে'।
advertisement
আরও পড়ুন : শুভেন্দুর বিরুদ্ধে কুণালের মামলা, বড় নির্দেশ হাইকোর্টের! স্বস্তি বিরোধী দলনেতার
শুভেন্দু অধিকারীর দাবি, 'ডিএ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য গিয়েছে। কোটি কোটি টাকা খরচ হবে। বিচারাধীন বিষয় নিয়ে কিছু মন্তব্য করতে চাই না, তবে আইন বিচার ব্যবস্থার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। সবকিছু খতিয়ে দেখে দেশের সর্বোচ্চ আদালত সঠিক রায়ই দেবে'। পাশাপাশি ভিন রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো প্রসঙ্গেও শুভেন্দু অধিকারীর দাবি,' অসমের হিমন্ত বিশ্বশর্মার সরকার আপটুডেট ডিএ মিটিয়ে দিয়েছে। এমনকী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারও দীপাবলির আগেই সরকারি কর্মচারীদের অতিরিক্ত চার শতাংশ ডিএ দিয়েছে। কিন্তু মমতা সরকার ডিএ নিয়ে শুধু টালবাহানা করছে। সময় নষ্ট করছে'।
advertisement
advertisement
আরও পড়ুন :  ডায়মন্ড হারবারে বিজয়া সম্মিলনীতে অভিষেক! 'এক ডাকে অভিষেক' নিয়ে নিলেন খোঁজ
বলাবাহুল্য , কেন্দ্রীয় হারে কি ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? আইনি লড়াই জারি । হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে। ডিএ মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। আগামী ৩ মাসের মধ্যে কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার  সুপ্রিম কোর্টের দ্বারস্থ। যা নিয়েই  রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
'মামলা লড়তে কোটি কোটি টাকা খরচ করবে অথচ সরকারি কর্মচারীদের ডিএ দেবে না' মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement