ডায়মন্ড হারবারে বিজয়া সম্মিলনীতে অভিষেক! 'এক ডাকে অভিষেক' নিয়ে নিলেন খোঁজ

Last Updated:

Abhishek Banerjee: নিজের কেন্দ্রে নেতা-কর্মীদের সঙ্গে বিজয়া সম্মিলনীতে এলেন অভিষেক বন্দোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
#কলকাতা: নিজের কেন্দ্রে নেতা-কর্মীদের সঙ্গে বিজয়া সম্মিলনীতে এলেন অভিষেক বন্দোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস ঠিক করে ছিল বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে জনসংযোগ চালিয়ে নিয়ে যাওয়া হবে। স্বয়ং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে বিজয়া সম্মিলনী করেছেন। সেই সময় অবশ্য চোখের অপারেশনের জন্য বিজয়া সম্মিলনী তিনি করতে পারেননি। তাই আজ নিজের কেন্দ্রে বিজয়া সম্মিলনীতে এলেন অভিষেক বন্দোপাধ্যায়।
এদিন অভিষেকের চোখে অবশ্য কালো চশমা ছিল না। এদিন সাধারণ ফ্রেমের চশমা পড়েই তিনি আসেন৷ ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার সংগঠকদের ডেকে পাঠানো হয়েছিল। অভিষেক বন্দোপাধ্যায় নিজে ঢোকার সময় কথা বলেন স্থানীয়দের সঙ্গে। সূত্রের খবর, 'এক ডাকে অভিষেক' প্রোগ্রাম কেমন চলছে, প্রকল্পের কাজ যথাযথ চলছে কিনা৷ এই সব বিষয়েই অভিষেকের আলোচনা চলে দলীয় নেতা ও কর্মীদের।
advertisement
advertisement
এদিকে অন্য একটি ঘটনায় তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠায় দাঁইহাটের পুরপ্রধানকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই মতো শুক্রবার কাটোয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এলেন শিশিরকুমার মণ্ডল। পূর্ব বর্ধমানে শাসক দলের জেলা নেতৃত্বকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, শুক্রবার বেলা ১২টার মধ্যে পুরপ্রধানের পদ থেকে সরে যেতে হবে শিশিরকে। বলে দেওয়া হয়েছিল, নির্দেশের অন্যথা হলে কড়া পদক্ষেপ করবে দলের শৃঙ্খলারক্ষা কমিটি।
advertisement
দলীয় সূত্রে খবর, শীর্ষ নেতৃত্বের সেই নির্দেশ মেনে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই শিশির পদত্যাগ করেছেন। মহকুমা শাসকের দফতর থেকে বেরিয়ে তিনি বলেছেন, ‘‘আমি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডায়মন্ড হারবারে বিজয়া সম্মিলনীতে অভিষেক! 'এক ডাকে অভিষেক' নিয়ে নিলেন খোঁজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement