ভালোবাসার আগুনে সব খারাপ পুড়ে ছাই হবে, ঐন্দ্রিলা ফের ফিরবে ময়দানে, বিশ্বাস আকাশ বাতাসের

Last Updated:
Aindrila Sharma Sabyasachi Chowdhury Love: জীবন সবে শুরু! টলিপাড়ায় কাজ শুরু হয়েছে এই তো সেদিন! এরই মধ্যে দু-দু বার ক্যান্সারের মুখোমুখি! সেই মেয়েই আচমকা আরও বড় চ্যালেঞ্জের সামনে। মৃত্যুর সঙ্গে আজ পাঞ্জা লড়ছে টলিউডের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
1/13
'প্রেমহীনতার যুগে প্রেমের কবিতা', 'রূপকথার মতো প্রেম' এমনই সব আখ্যা চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়। মাত্র ২৪ বছর বয়সি ফুটফুটে এক তরুণীর জীবন-মরণ যুদ্ধ, একটা আকস্মিক খবর হঠাৎ একটা কেজো সপ্তাহের শুরুতেই যেন থমকে দাঁড় করিয়ে দিয়েছে একটা গোটা শহরের মানুষকে। আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত ঐন্দ্রিলা শর্মা। কে এই ঐন্দ্রিলা?
'প্রেমহীনতার যুগে প্রেমের কবিতা', 'রূপকথার মতো প্রেম' এমনই সব আখ্যা চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়। মাত্র ২৪ বছর বয়সি ফুটফুটে এক তরুণীর জীবন-মরণ যুদ্ধ, একটা আকস্মিক খবর হঠাৎ একটা কেজো সপ্তাহের শুরুতেই যেন থমকে দাঁড় করিয়ে দিয়েছে একটা গোটা শহরের মানুষকে। আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত ঐন্দ্রিলা শর্মা। কে এই ঐন্দ্রিলা?
advertisement
2/13
জীবন সবে শুরু! টলিপাড়ায় কাজ শুরু হয়েছে এই তো সেদিন! এরই মধ্যে দু-দু বার ক্যান্সারের মুখোমুখি! সেই মেয়েই আচমকা আরও বড় চ্যালেঞ্জের সামনে। মৃত্যুর সঙ্গে আজ পাঞ্জা লড়ছে টলিউডের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আর ঢাল হয়ে পাশে দাঁড়িয়ে পরিবার ও প্রাণাধিক প্রিয় এক মানুষ। যাঁর নাম সব্যসাচী চৌধুরী। বন্ধু, পরম প্রেমিক কিম্বা তারও কী বেশি কিছু? অন্তত গত কয়েকবছরের ঐন্দ্রিলার লড়াই তেমনই সাক্ষী দেয়।
জীবন সবে শুরু! টলিপাড়ায় কাজ শুরু হয়েছে এই তো সেদিন! এরই মধ্যে দু-দু বার ক্যান্সারের মুখোমুখি! সেই মেয়েই আচমকা আরও বড় চ্যালেঞ্জের সামনে। মৃত্যুর সঙ্গে আজ পাঞ্জা লড়ছে টলিউডের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আর ঢাল হয়ে পাশে দাঁড়িয়ে পরিবার ও প্রাণাধিক প্রিয় এক মানুষ। যাঁর নাম সব্যসাচী চৌধুরী। বন্ধু, পরম প্রেমিক কিম্বা তারও কী বেশি কিছু? অন্তত গত কয়েকবছরের ঐন্দ্রিলার লড়াই তেমনই সাক্ষী দেয়।
advertisement
3/13
মঙ্গলবার রাতে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে। ব্রেন স্ট্রোকের ফলে মাথায় রক্ত জমাট বেঁধেছে তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমআরআই করানো হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হওয়ার ফলে তড়িঘড়ি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসেকরা। অভিনেত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত।
মঙ্গলবার রাতে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে। ব্রেন স্ট্রোকের ফলে মাথায় রক্ত জমাট বেঁধেছে তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমআরআই করানো হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হওয়ার ফলে তড়িঘড়ি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসেকরা। অভিনেত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত।
advertisement
4/13
হাওড়ার হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক। ব্রেন স্ট্রোকের ফলে মাথায় রক্তজমাট বেঁধেছিল অভিনেত্রীর। মঙ্গলবার রাতেই সেটি অস্ত্রোপচার করা হয়েছে। সেই থেকে কোমায় রয়েছেন নায়িকা।
হাওড়ার হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক। ব্রেন স্ট্রোকের ফলে মাথায় রক্তজমাট বেঁধেছিল অভিনেত্রীর। মঙ্গলবার রাতেই সেটি অস্ত্রোপচার করা হয়েছে। সেই থেকে কোমায় রয়েছেন নায়িকা।
advertisement
5/13
চলছে জীবন-মৃত্যুর টাগ অফ ওয়ার। আর সেই যুদ্ধে সকলের নজর যাঁর দিকে তিনি ঐন্দ্রিলার সব্যসাচী। এক রিয়ালিটি শো-এর মঞ্চে ঐন্দ্রিলা জানিয়েছিলেন, দ্বিতীয় বার ক্যানসারে আক্রান্ত হওয়ার পর যখন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে, সেই সময় চোখ খুলতেই সামনে দেখতে পান সব্যসাচীকে।
চলছে জীবন-মৃত্যুর টাগ অফ ওয়ার। আর সেই যুদ্ধে সকলের নজর যাঁর দিকে তিনি ঐন্দ্রিলার সব্যসাচী। এক রিয়ালিটি শো-এর মঞ্চে ঐন্দ্রিলা জানিয়েছিলেন, দ্বিতীয় বার ক্যানসারে আক্রান্ত হওয়ার পর যখন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে, সেই সময় চোখ খুলতেই সামনে দেখতে পান সব্যসাচীকে।
advertisement
6/13
অভিনেত্রীর কথায়, সব্যসাচীকে সামনে দেখে তিনি যে মানসিক শান্তি পেয়েছেন তা তাঁর সমস্ত শারীরিক কষ্টকে মুহূর্তের মধ্যে ভুলিয়ে দিয়েছিল। দু'বার ক্যানসার জয়ী তিনি।
অভিনেত্রীর কথায়, সব্যসাচীকে সামনে দেখে তিনি যে মানসিক শান্তি পেয়েছেন তা তাঁর সমস্ত শারীরিক কষ্টকে মুহূর্তের মধ্যে ভুলিয়ে দিয়েছিল। দু'বার ক্যানসার জয়ী তিনি।
advertisement
7/13
শুধু তাই নয়, কিছুদিন আগেই সব্যসাচীর জন্মদিনেও ঐন্দ্রিলা সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে ক্যাপশানে লেখেন, 'আমার বেঁচে থাকার কারণ'।সত্যিও তো তাই! ঐন্দ্রিলার লড়াইয়ে তাঁকে সারাক্ষণ আগলে রেখে চলেছেন সব্যসাচী।
শুধু তাই নয়, কিছুদিন আগেই সব্যসাচীর জন্মদিনেও ঐন্দ্রিলা সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে ক্যাপশানে লেখেন, 'আমার বেঁচে থাকার কারণ'।সত্যিও তো তাই! ঐন্দ্রিলার লড়াইয়ে তাঁকে সারাক্ষণ আগলে রেখে চলেছেন সব্যসাচী।
advertisement
8/13
ক্যান্সার ক্লিষ্ট তরুণীর চোখের জল মুছিয়ে, মনোবল জুগিয়ে হাসপাতালে পাশে থাকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার অনুরাগীদের সঙ্গে তাঁর স্বাস্থ্যের খবর ভাগ করে নেওয়া, সবকিছুতেই ছিলেন সব্যসাচী।
ক্যান্সার ক্লিষ্ট তরুণীর চোখের জল মুছিয়ে, মনোবল জুগিয়ে হাসপাতালে পাশে থাকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার অনুরাগীদের সঙ্গে তাঁর স্বাস্থ্যের খবর ভাগ করে নেওয়া, সবকিছুতেই ছিলেন সব্যসাচী।
advertisement
9/13
আর আছেনও। ছায়ার মতো। আজও যেন তাঁর ভালোবাসাকে ঢাল করেই মৃত্যুঞ্জয়ী লড়াইতে 'ফাইট' করে যাচ্ছে ঐন্দ্রিলা। আত্মবিশ্বাসী সব্যসাচী অবশেষে সোশ্যাল মিডিয়ায় নীরবতা ভেঙেছেন। যার ছত্রে ছত্রে সেই প্রেম, সেই আত্মবিশ্বাস, সেই দৃঢ়তা! যা বার বার ফিরিয়ে এনেছে ঐন্দ্রিলাকে।
আর আছেনও। ছায়ার মতো। আজও যেন তাঁর ভালোবাসাকে ঢাল করেই মৃত্যুঞ্জয়ী লড়াইতে 'ফাইট' করে যাচ্ছে ঐন্দ্রিলা। আত্মবিশ্বাসী সব্যসাচী অবশেষে সোশ্যাল মিডিয়ায় নীরবতা ভেঙেছেন। যার ছত্রে ছত্রে সেই প্রেম, সেই আত্মবিশ্বাস, সেই দৃঢ়তা! যা বার বার ফিরিয়ে এনেছে ঐন্দ্রিলাকে।
advertisement
10/13
বয়ানে? লিখলেন, 'শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।'
বয়ানে? লিখলেন, 'শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।'
advertisement
11/13
আর সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় সেই প্রেমের কাব্যই যেন প্রতিধ্বনিত হয়েছে। হয়ে চলেছে। যেমন লিখছেন শাঁওলী "একটা রূপকথার মতো প্রেম। বুকের জোরে বার বার উঠে দাঁড়ানো একটা প্রেম যা অমরত্বকে ছুঁয়ে ফেলেছে অনায়াসে। সেই প্রেমের কাছেই নতজানু হয়ে চাইছি, ঐন্দ্রিলা সুস্থ হয়ে উঠুক দ্রুত। ঈশ্বর নয়, বিজ্ঞান নয়, সেই প্রেমের কাছে প্রার্থনা।"
আর সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় সেই প্রেমের কাব্যই যেন প্রতিধ্বনিত হয়েছে। হয়ে চলেছে। যেমন লিখছেন শাঁওলী "একটা রূপকথার মতো প্রেম। বুকের জোরে বার বার উঠে দাঁড়ানো একটা প্রেম যা অমরত্বকে ছুঁয়ে ফেলেছে অনায়াসে। সেই প্রেমের কাছেই নতজানু হয়ে চাইছি, ঐন্দ্রিলা সুস্থ হয়ে উঠুক দ্রুত। ঈশ্বর নয়, বিজ্ঞান নয়, সেই প্রেমের কাছে প্রার্থনা।"
advertisement
12/13
প্রেমহীনতার সমাজে ভালোবাসার এক আপাদমস্তক মরশুমের নাম ঐন্দ্রিলা-সব্যসাচী। এমনটাই বলছে সোশ্যাল মিডিয়ার এক একটি পোস্ট। কোথাও তাঁরা ঐন্দ্রিলা-সব্যসাচীর সতীর্থ, কোথাও তাঁরা বন্ধু, আবার আর কোথাও একেবারে অপরিচিত কেউ!
প্রেমহীনতার সমাজে ভালোবাসার এক আপাদমস্তক মরশুমের নাম ঐন্দ্রিলা-সব্যসাচী। এমনটাই বলছে সোশ্যাল মিডিয়ার এক একটি পোস্ট। কোথাও তাঁরা ঐন্দ্রিলা-সব্যসাচীর সতীর্থ, কোথাও তাঁরা বন্ধু, আবার আর কোথাও একেবারে অপরিচিত কেউ!
advertisement
13/13
ঈশ্বর, চিকিৎসাবিজ্ঞান সবকিছু ছাড়িয়ে এই যুগলের প্রেমেই যেন রয়েছে সেই জিয়নকাঠি! যাতে ভরসা রাখতে চায় ঐন্দ্রিলার চেনা-অচেনা-অল্পচেনা প্রতিটি মানুষ। সবার মনে একটাই প্রার্থনা, ঐন্দ্রিলা-সব্যসাচীর প্রেম জিতুক! আর সেই এক আন্তরিক আবেদনেই যেন নতজানু ফেসবুক থেকে ইনস্টাগ্রাম!
ঈশ্বর, চিকিৎসাবিজ্ঞান সবকিছু ছাড়িয়ে এই যুগলের প্রেমেই যেন রয়েছে সেই জিয়নকাঠি! যাতে ভরসা রাখতে চায় ঐন্দ্রিলার চেনা-অচেনা-অল্পচেনা প্রতিটি মানুষ। সবার মনে একটাই প্রার্থনা, ঐন্দ্রিলা-সব্যসাচীর প্রেম জিতুক! আর সেই এক আন্তরিক আবেদনেই যেন নতজানু ফেসবুক থেকে ইনস্টাগ্রাম!
advertisement
advertisement
advertisement