ভালোবাসার আগুনে সব খারাপ পুড়ে ছাই হবে, ঐন্দ্রিলা ফের ফিরবে ময়দানে, বিশ্বাস আকাশ বাতাসের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Aindrila Sharma Sabyasachi Chowdhury Love: জীবন সবে শুরু! টলিপাড়ায় কাজ শুরু হয়েছে এই তো সেদিন! এরই মধ্যে দু-দু বার ক্যান্সারের মুখোমুখি! সেই মেয়েই আচমকা আরও বড় চ্যালেঞ্জের সামনে। মৃত্যুর সঙ্গে আজ পাঞ্জা লড়ছে টলিউডের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
'প্রেমহীনতার যুগে প্রেমের কবিতা', 'রূপকথার মতো প্রেম' এমনই সব আখ্যা চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়। মাত্র ২৪ বছর বয়সি ফুটফুটে এক তরুণীর জীবন-মরণ যুদ্ধ, একটা আকস্মিক খবর হঠাৎ একটা কেজো সপ্তাহের শুরুতেই যেন থমকে দাঁড় করিয়ে দিয়েছে একটা গোটা শহরের মানুষকে। আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত ঐন্দ্রিলা শর্মা। কে এই ঐন্দ্রিলা?
advertisement
জীবন সবে শুরু! টলিপাড়ায় কাজ শুরু হয়েছে এই তো সেদিন! এরই মধ্যে দু-দু বার ক্যান্সারের মুখোমুখি! সেই মেয়েই আচমকা আরও বড় চ্যালেঞ্জের সামনে। মৃত্যুর সঙ্গে আজ পাঞ্জা লড়ছে টলিউডের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আর ঢাল হয়ে পাশে দাঁড়িয়ে পরিবার ও প্রাণাধিক প্রিয় এক মানুষ। যাঁর নাম সব্যসাচী চৌধুরী। বন্ধু, পরম প্রেমিক কিম্বা তারও কী বেশি কিছু? অন্তত গত কয়েকবছরের ঐন্দ্রিলার লড়াই তেমনই সাক্ষী দেয়।
advertisement
মঙ্গলবার রাতে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে। ব্রেন স্ট্রোকের ফলে মাথায় রক্ত জমাট বেঁধেছে তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমআরআই করানো হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হওয়ার ফলে তড়িঘড়ি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসেকরা। অভিনেত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আর সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় সেই প্রেমের কাব্যই যেন প্রতিধ্বনিত হয়েছে। হয়ে চলেছে। যেমন লিখছেন শাঁওলী "একটা রূপকথার মতো প্রেম। বুকের জোরে বার বার উঠে দাঁড়ানো একটা প্রেম যা অমরত্বকে ছুঁয়ে ফেলেছে অনায়াসে। সেই প্রেমের কাছেই নতজানু হয়ে চাইছি, ঐন্দ্রিলা সুস্থ হয়ে উঠুক দ্রুত। ঈশ্বর নয়, বিজ্ঞান নয়, সেই প্রেমের কাছে প্রার্থনা।"
advertisement
advertisement