'ডোন্ট টাচ মি...'! অভিষেককে বেনজির আক্রমণ করে পাল্টা জবাব শুভেন্দুর
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিলেন অভিষেক। বিস্ফোরক শুভেন্দু অধিকারী।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- এসএসকেএমে চিকিৎসাধীন পুলিশ অফিসার দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার শুভেন্দু অধিকারীর "ডোন্ট টাচ মি" প্রসঙ্গে বলেন, ''ওঁকে পুরুষ পুলিশ স্পর্শ করবেন আর মহিলা পুলিশ স্পর্শ করতে পারবেন না। এত গায়ে জ্বালা কেন? ব্যাপারটা কী আমি ঠিক বুঝতে পারলাম না।’’
গতকাল, বুধবার উনি গ্রেফতারির সময় বলেছেন, ‘‘আমি মেল, আপনি লেডি, আমাকে টাচ করবেন না। জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করে বলেন, ‘‘মহিলাদের মা এর চোখে দেখি আমরা। আর আপনি আপনার স্ত্রী ও শ্যালিকাকে দিয়ে থাইল্যান্ডের ব্যাঙ্কে বেনামে অ্যাকাউন্ট খুলেছেন। তাই নারীকে যারা আমরা মা ও দেবী দুর্গার চোখে দেখি তাদের দিয়ে আপনি কয়লার টাকা পাচার-সহ নানান ধরনের অনৈতিক কাজ করেন। তাই আপনার মত আমার স্বভাব নয় নারীকে অসম্মান করা।’’
advertisement
advertisement
অভিষেকের বিরুদ্ধে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, ‘‘পরিকল্পনা করে উনি নবান্ন অভিযানের দিন মহিলা দিয়ে আমায় ঘিরে রেখে আমার জন্য ফাঁদ পেতেছিলেন । আমি সেই ফাঁদে পা না দেওয়াতেই ভাইপোর খুব রাগ হয়েছে। পুলিশকে নির্দেশ দিয়ে উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) প্রায় সাত-আট জন মহিলাকে দিয়ে আমায় ফাঁদে ফেলতে চেয়েছিলেন। যাতে আমি ওই মহিলাদের সঙ্গে অভব্য আচরণ কিছু করলেই আমাকে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া যায়। কিন্তু আমি সচেতন ছিলাম। পুলিশকর্তাদের নির্দেশে মহিলা পুলিশ কর্মীরা আমাকে উত্যক্ত করার চেষ্টা করলেও আমি সচেতন ছিলাম। এক জন মহিলা পুলিশ আধিকারিকের নাম করে পিছন থেকে ধাক্কা মারারও অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা।
advertisement
শুভেন্দুর দাবি, ‘‘অনেক রকম ভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল। কিন্তু আমি সেই ফাঁদে পা দিইনি। তা সত্ত্বেও আমাকে রাহুল সিনহা এবং লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে পুলিশ চরম দুর্ব্যবহার করেছে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2022 12:45 PM IST