বিজেপি নেতারা বলেছিলেন ১৫ সেপ্টেম্বর বোমা ফাটবে... কী বোমা ? কৌতূহল তুঙ্গে

Last Updated:

কী বোমা ফাঠাবেন? বিজেপি শিবিরের কেউই ‘ডিসক্লোজ’ করতে রাজি নয়, আপাতত তা ‘গোপন’-ই থাক। বললেন এক শীর্ষ নেতা।

বিজেপি নেতারা বলেছিলেন ১৪ সেপ্টেম্বর বোমা ফাটবে... কী বোমা ? কৌতূহল তুঙ্গে
বিজেপি নেতারা বলেছিলেন ১৪ সেপ্টেম্বর বোমা ফাটবে... কী বোমা ? কৌতূহল তুঙ্গে
ভেঙ্কটেশ্বর লাহিড়ি, কলকাতা: কয়েকদিন আগে বিজেপি নেতৃত্ব প্রকাশ্যেই বলেছিল, ১৫ সেপ্টেম্বর আজ, বৃহস্পতিবার তৃণমূলের অনৈতিক কাজের বিরুদ্ধে তথ্য প্রমাণ-সহ সাংবাদিক সম্মেলন করে একাধিক বোমা ফাটানো হবে। আজ সেই বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতার সাংবাদিক বৈঠকের দিকে নজর রাজনৈতিক মহলের।
কী বোমা ফাঠাবেন? বিজেপি শিবিরের কেউই ‘ডিসক্লোজ’ করতে রাজি নয়, আপাতত তা ‘গোপন’-ই থাক। বললেন এক শীর্ষ নেতা। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, এই দুই নেতার ঘনিষ্ঠ মহলের কথায়, ‘‘সাম্প্রতিককালে যে ক’টি সাংবাদিক সম্মেলন হয়েছে তার থেকে আজকের দুই নেতার যে সাংবাদিক সম্মেলন তা শাসকদল তৃণমূল কংগ্রেস এবং সরকারকে রীতিমত অস্বস্তিতে ফেলবে শুধু তা বলতে পারি।’’ আর এ নিয়েই কৌতুহল।
advertisement
advertisement
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বেলা ১২ টায় রাজ্য দফতর মুরলিধর সেন লেনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভায় বেলা ১টায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন। ইতিমধ্যেই আজকের সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু নিয়ে কিছু বলতে না চাইলেও তাঁরা যে ‘বিশেষ’ বিষয় আজ সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করবেন তা জানিয়েছেন শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার।
advertisement
দুর্নীতির অভিযোগে দলের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের ঠিকানা এখন জেল। একাধিক ইস্যুতে শাসক দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগের বোমা ফাটিয়েই চলেছে বঙ্গ বিজেপি। সব মিলিয়ে রীতিমতো যে অস্বস্তিতে পড়ে রয়েছে জোড়াফুল শিবির, তা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে পদ্মফুল শিবিরের দুই নেতা শুভেন্দু-সুকান্তর আজকের পৃথক সাংবাদিক সম্মেলনের ডাক শেষ পর্যন্ত তৃণমূলের অস্বস্তি আরও বাড়ায় কি না তার উত্তর দেবে সময়ই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি নেতারা বলেছিলেন ১৫ সেপ্টেম্বর বোমা ফাটবে... কী বোমা ? কৌতূহল তুঙ্গে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement