Suruchi Sangha Puja: সুরুচি সংঘের পুজোয় বড় চমক, পরিবেশ বান্ধবের দিকে বিশেষ নজর

Last Updated:

'মা তোর একই অঙ্গে এত রূপ' এই ভাবনাকে সামনে রেখেই এবারের পুজোর আয়োজন করছে কলকাতার অন্যতম বিগ বাজেটের এই পুজো কমিটি। উদ্যোক্তাদের দাবি, 'সুরুচি সংঘের অন্যান্য বছরের সমস্ত রেকর্ড এবার ভেঙে দেবে সুরুচি সংঘ নিজেই'।

সুরুচি সংঘের পুজোয় বড় চমক, পরিবেশ বান্ধবের দিকে বিশেষ নজর
সুরুচি সংঘের পুজোয় বড় চমক, পরিবেশ বান্ধবের দিকে বিশেষ নজর
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘পরিবেশ বাঁচাতে প্লাস্টিক বর্জন করুন’। এই বার্তা নিয়ে এ বছর শারদ উৎসবে নিউ আলিপুরের সুরুচি সংঘ। ৭০ তম বর্ষের পুজোয়  ব্যানার ও ফ্লেক্স প্লাস্টিকের নয়, ক্যানভাস এবং কাপড়ের তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সুরুচি সংঘ। পুজোকে কেন্দ্র করে কলকাতা এবং সংলগ্ন জায়গায় ৩৫০ থেকে ৪০০ ফ্লেক্স ব্যানার লাগানো হয় সুরুচি সংঘের পক্ষ থেকে। আর সেখানেই এবার পরিবেশ বান্ধবের অভিনব ভাবনা।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন ক্লাবের অন্যতম কর্মকর্তা স্বরূপ বিশ্বাস। তাঁর কথায়, ‘‘যত্রতত্র প্লাস্টিক ব্যবহার হওয়ায় অনেক ক্ষেত্রেই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। সরকার কড়া পদক্ষেপ নিলেও অনেকেই এখনও পর্যন্ত সচেতন নয়। তাই একদিকে সাধারণ মানুষকে সচেতন করা আর অন্যদিকে বিভিন্ন সংস্থাকে প্লাস্টিক বর্জন করার বার্তা নিয়েই আমাদের এবারের পুজো ভাবনা। প্লাস্টিক বর্জন করে ক্যানভাস ও  কাপড়ের ব্যবহার করার ক্ষেত্রে  খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। তা সত্ত্বেও আমরা পরিবেশের কথা মাথায় রেখেই প্লাস্টিক বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।’’
advertisement
advertisement
শিল্পী গৌরাঙ্গ কুইলার হাত ধরে এবারের মাতৃ বন্দনায় সেজে উঠছে সুরুচি সংঘ। ‘মা তোর একই অঙ্গে এত রূপ’ এই ভাবনাকে সামনে রেখেই এবারের পুজোর আয়োজন করছে কলকাতার অন্যতম বিগ বাজেটের এই পুজো কমিটি। উদ্যোক্তাদের দাবি, সুরুচি সংঘের অন্যান্য বছরের সমস্ত রেকর্ড এবার ভেঙে দেবে সুরুচি সংঘ নিজেই। সুরুচি সংঘের পুজোয় যে কাপড় এবং ক্যানভাস ব্যবহার করা হয়েছে সেখানেও রঙের ব্যবহারের ক্ষেত্রে পরিবেশ বান্ধবের ছোঁয়া রয়েছে। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এবারের পুজোয় থিম এবং থিম সংয়েও বড় চমক থাকবে। রাজ্যের হেভিওয়েট মন্ত্রী আরপ বিশ্বাসের পুজো হিসেবে পরিচিত এই  সুরুচি সংঘের পুজোর থিম এবং থিম সংয়ের আত্মপ্রকাশ ঘটবে মহালয়ার দিন। পুজোর থিম সংয়ে গানের কথা, সুরকার ও গায়ক, সব ক্ষেত্রেই বড় চমক থাকবে বলে জানান স্বরূপ বিশ্বাস।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suruchi Sangha Puja: সুরুচি সংঘের পুজোয় বড় চমক, পরিবেশ বান্ধবের দিকে বিশেষ নজর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement