কোজাগরী পূর্ণিমায় রাতের আকাশে বিরল চাঁদ
Last Updated:
লক্ষ্মীপুজোর ছুটির দিনটা আপনি যেভাবেই কাটান না কেন ৷ একবার ছাদে যেতে বা জানলার বাইরে উঁকি মারতে কিন্তু ভুলবেন না ৷ কেন কী এমন আছে স্পেশ্যাল ?
#কলকাতা: লক্ষ্মীপুজোর ছুটির দিনটা আপনি যেভাবেই কাটান না কেন ৷ একবার ছাদে যেতে বা জানলার বাইরে উঁকি মারতে কিন্তু ভুলবেন না ৷ কেন কী এমন আছে স্পেশ্যাল ? সেটা একবার আকাশের দিকে তাকালেই বুঝতে পারবেন ৷ লক্ষ্মীপুজোর রাতে অভূতপূর্ব মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে বাংলা ৷ কোজাগরী পূর্ণিমায় আকাশে দেখা যাবে বিরল চাঁদ ৷ রাত ১০.২৪ মিনিট থেকে ১১.৪০-এর মধ্যে বাংলার বিভিন্ন রাজ্য থেকে দেখা যাবে চাঁদের বিভিন্ন রূপ ৷
ভিন্ন রঙের চাঁদ দেখা যাবে এদিনের রাতের আকাশে ৷ অর্থাৎ রঙ বদলাবে চাঁদ ৷ এছাড়া প্রতিদিনের থেকে প্রায় ১৪ শতাংশ গুণ বড় চাঁদকে দেখতে পাবেন বাংলার বাসিন্দারা ৷ ফের ১৮৪ বছর পর এমন দৃশ্য আবার দেখা যাবে ৷
এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাতের আকাশে দেখা গিয়েছিল রাক্ষুসে চাঁদকে ৷ রক্তাক্ত রঙের চাঁদ সেবারে দেখা দিয়েছিল রাতের কালো আকাশে ৷
advertisement
advertisement
আজ কোজাগরী লক্ষ্মীপুজো। ঘরে ঘরে ধনদেবীর আরাধনা। নারকেল নাড়ু, তক্তি থেকে ধানের শীষ। লক্ষ্মীর ঘট থেকে কড়ি বসানো কুনকে, লক্ষ্মীর পাঁচালি। পাঁচ রকম ভাজা, খিচুড়ি, পোলাও ভোগে অতিথি আপ্যায়ন। সব মিলিয়ে মা লক্ষ্মীকে বরণ করতে প্রস্তুত বাঙালী। হোক না বাজার আগুন। অগ্নিমূল্য ফুল, সবজি, ডাল, ফল। সাধ্যের মধ্যে সাধপূরণে কাটছাঁট করতে হয়েছে বাজেটে। তবুও লক্ষ্মীলাভের আশায় ঘরে ঘরে সকাল থেকেই জোর প্রস্তুতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2016 9:04 PM IST