Sundarban Development: World Bank-র সাহায্যে সুন্দরবনের ব্যাপক উন্নয়ন, ৪ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প হবে বাস্তবায়ন

Last Updated:

Sundarban Development: ইতিমধ্যেই কেন্দ্রের কাছে যাবতীয় রিপোর্ট পাঠানো হয়েছে। কেন্দ্র থেকে এখনও গ্রিন সিগন্যাল না আসলেও রাজ্য আশাবাদী, কেন্দ্রের অনুমতির পর দ্রুত এই ঋণ পাওয়া সম্ভব হবে।

বিশ্বব্যাঙ্কের সাহায্যে ৪ হাজার ১০০ কোটি টাকার এই প্রকল্প তৈরি হবে
বিশ্বব্যাঙ্কের সাহায্যে ৪ হাজার ১০০ কোটি টাকার এই প্রকল্প তৈরি হবে
কলকাতা: ১২ দফতরের সমন্বয়ে সুন্দরবনের উন্নয়নের রুপরেখা তৈরিতে নামলো নবান্ন। এই কাজে সেচ দফতর ছাড়াও মৎস্য, কৃষি, সুন্দরবন উন্নয়ন দফতর এক যোগে কাজ করবে। সুন্দরবন অঞ্চলে মজে যাওয়া নদী, খাল সংস্কারের পাশাপাশি সুন্দরবনের উনিশটি দ্বীপের মানুষের জীবন জীবিকার উন্নয়ন সু-নিশ্চিত করবে এই প্রকল্প।
সামগ্রিকভাবে সুন্দরবনের উন্নতি কিভাবে সম্ভব সেটাই এই প্রজেক্টে রয়েছে। বিশ্বব্যাঙ্কের সাহায্যে ৪ হাজার ১০০ কোটি টাকার এই প্রকল্প তৈরি হবে। ‌
advertisement
ইতিমধ্যেই কেন্দ্রের কাছে যাবতীয় রিপোর্ট পাঠানো হয়েছে। কেন্দ্র থেকে এখনও গ্রিন সিগন্যাল না আসলেও রাজ্য আশাবাদী, কেন্দ্রের অনুমতির পর দ্রুত এই ঋণ পাওয়া সম্ভব হবে। এবং কাজ শুরু হবে। সব ঠিকঠাক থাকলে ২০২৬ সালে পুজোর আগে এই প্রজেক্টের কাজ শুরু হতে পারে।
advertisement
সেই কারণেই মঙ্গলবার সহ সেচ সহ ১২ দফতরকে নিয়ে সমন্বয়ে বৈঠক আয়োজিত হল। ‌ উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুইয়া, বঙ্কিম হাজরা, সংসদ প্রতিমা মন্ডল সরকারি আধিকারিকরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sundarban Development: World Bank-র সাহায্যে সুন্দরবনের ব্যাপক উন্নয়ন, ৪ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প হবে বাস্তবায়ন
Next Article
advertisement
এ কী! খুলছে না ChatGPT! বিশ্বের বিভিন্ন প্রান্তে থমকে এক্স অ্যাকাউন্ট, ক্যানভা! কী থেকে হল, দুশ্চিন্তার চর্চা
এ কী! খুলছে না ChatGPT! বিশ্বের বিভিন্ন প্রান্তে থমকে X অ্যাকাউন্ট, ক্যানভা! কেন জানুন
  • Cloudflare সার্ভার বিভ্রাটে X, ChatGPT, Canva সহ বহু ওয়েবসাইট বিশ্বজুড়ে বন্ধ হয়ে গেছে.

  • ভারতেও প্রভাব পড়েছে, DownDetector রিপোর্টে X মোবাইল অ্যাপে ৬১% ব্যবহারকারী সমস্যার সম্মুখীন.

  • Cloudflare নিশ্চিত করেছে যে তারা সমস্যাটি তদন্ত করছে এবং শীঘ্রই আপডেট দেবে.

VIEW MORE
advertisement
advertisement