Bizzare News: প্রেমিকা পুকুরে যাচ্ছিল, পিছু নিয়ে বিবাহিত প্রেমিক জোর করে খেল চুমু, মেয়েটি জিভ কামড়ে ছিঁড়ে দিল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bizzare News: সোমবার বিকেলে, সে পুকুরে গিয়েছিল। তাকে একা দেখে, চম্পি তার পিছু পিছু পুকুর পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে সে তাঁকে ধরে ফেলে এবং তাঁর শ্লীলতাহানি করে।
: প্রাক্তন প্রেমিকাকে জোর করে চুমু খেতে গিয়েছিল বিবাহিত যুবক, আর প্রেমিকা সেই পুরুষের জিভই কামড়ে দিল৷ যৌন নির্যাতন ও জোর করে চুমু খাওয়ার অভিযোগে এক মহিলা তাঁর প্রাক্তন প্রেমিককে এইভাবে শাস্তি দেন৷ উত্তর প্রদেশের কানপুরের চম্পি নামে ওই ব্যক্তি বিবাহিত এবং অভিযোগ, ওই মহিলার সঙ্গে তাঁর আগে প্রেমের সম্পর্ক ছিল। Photo- Representative
advertisement
advertisement
সোমবার বিকেলে, সে পুকুরে গিয়েছিল। তাকে একা দেখে, চম্পি তার পিছু পিছু পুকুর পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে সে তাঁকে ধরে ফেলে এবং তাঁর শ্লীলতাহানি করে। মহিলাটি বাধা দেন এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু চম্পি তার উপর জোর করে চুমু খেতে থাকে। এরপর মহিলাটি চম্পির জিভ শক্ত করে কামড়ে ধরে, জিভের একটা অংশ কামড়ে ছিঁড়ে দেয়৷
advertisement
advertisement
