Sukhendu Sekhar Roy Posts Again: ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেললেন সুখেন্দু! ৬২ বছর আগের কার্টুনে আলোড়ন রাজনীতিতে

Last Updated:

ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেললেন সুখেন্দু! ৬২ বছর আগের কার্টুনে আলোড়ন রাজ্য রাজনীতিতে।

ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেললেন সুখেন্দু! ৬২ বছর আগের কার্টুনে আলোড়ন রাজনীতিতে
ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেললেন সুখেন্দু! ৬২ বছর আগের কার্টুনে আলোড়ন রাজনীতিতে
কলকাতা:  কার্টুনটি ১৯৬২ সালের ২৬ ডিসেম্বরের। শিল্পী আর কে লক্ষ্মণ। সেখানে দেখা যাচ্ছে পুলিশ এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে। তলায় লেখা, ‘‘এটা ঠিক যে, আপনি গুজব ছড়াচ্ছিলেন না। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি ঠিক তথ্যই ছড়াচ্ছিলেন।’’ পুরনো সেই কার্টুনটি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শেয়ার করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। সঙ্গে একটি হাসির ইমোজি।
গত রবিবার তিনি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়ে পোস্ট করেন। এর পর তাঁকে দফায় দফায় নোটিশ পাঠিয়ে লালবাজারে ডেকে পাঠায় কলকাতা পুলিশ। পরবর্তী সময়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আদালত তাঁকে পোস্ট ডিলিট করতে বলে। তিনি করেও দেন। এর পর ফের আরজি কর কাণ্ডে প্রাসঙ্গিক এই কার্টুন পোস্ট করা নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত এর আগে তিনি মেয়েদের রাত দখল কর্মসূচীকে সমর্থন জানিয়েছেন। যোধপুর পার্কে অবস্থানে বসেছেন প্রতিবাদ জানিয়ে।
যে কার্টুন তিনি পোস্ট করেছেন তা বিভিন্ন সময়ে ব্যবহার হয়েছে। সাম্প্রতিক সময়ে কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে এটা ব্যবহার হয়েছে বহুল ভাবে। আর কে লক্ষণের ৬২ বছর আগের সেই ট্যুইট এবার পোস্ট তৃণমূলের রাজ্যসভার সাংসদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukhendu Sekhar Roy Posts Again: ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেললেন সুখেন্দু! ৬২ বছর আগের কার্টুনে আলোড়ন রাজনীতিতে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement