'বাংলার রাজনীতিবিদদের এইভাবে কালিমালিপ্ত হতে আগে কেউ দেখেনি'- তৃণমূলকে খোঁচা দিয়ে বললেন সুকান্ত মজুমদারের
- Published by:Debalina Datta
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারি প্রসঙ্গে শাসক দলকে তোপ পদ্ম শিবিরের।
#কলকাতা: ‘‘বিচারপতি গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন সেটা তাঁর মত। আমরা শুধু এটুকু বলতে পারি যে, তৃণমূল কংগ্রেস বাংলা তথা ভারতবর্ষের রাজনীতিকে যেভাবে কালিমালিপ্ত করেছে আমাদের রাজনীতিবিদ বলতেও এখন লজ্জা লাগে। বাংলার রাজনীতিবিদদের এইভাবে কালিমালিপ্ত হতে কোনও দিন কেউ দেখেনি। ভারতবর্ষে এর আগেও অনেক দুর্নীতির ঘটনা ঘটেছে। তবে গোটা দেশের মানুষ তথা গোটা বাংলার মানুষ এমন একটি রাজনৈতিক দলের খোঁজ পেয়েছে বা দেখতে পাচ্ছে যারা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত।’’ বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বেআইনি ভাবে নিযুক্তদের চাকরি বাঁচাতে গিয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য মন্ত্রিসভা৷ অযোগ্যদের চাকরি বাঁচাতে তৈরি করা এই শূন্যপদ তৈরির বিজ্ঞপ্তি বাতিল না করলে প্রয়োজনে গোটা মন্ত্রিসভাকে আদালতে ডেকে পাঠানোর হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ শুধু তাই নয়, প্রয়োজনে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতীক প্রত্যাহার করার জন্য তিনি নির্বাচন কমিশনকে বলবেন বলেও শুক্রবার হুঁশিয়ারি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
advertisement
অযোগ্যদের চাকরি বাঁচাতে কার নির্দেশে আদালতে আবেদন করা হয়েছিল, তা জানতে এ দিন শিক্ষা সচিব মণীশ জৈনকে কলকাতা হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই মতো এ দিন আদালতে হাজির হন শিক্ষা সচিব৷ প্রথমেই শিক্ষা সচিবের উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'আপনি কি জানেন যে কমিশনের আইন অনুযায়ী কোন বেআইনি নিয়োগ করা যায়না?' জবাবে শিক্ষা সচিব বলেন, 'হ্যাঁ৷' এর পরেই হুঁশিয়ারির সুরে বিচারপতি বলেন, 'হয় ক্যাবিনেটকে বলতে হবে যে আমরা অযোগ্যদের পাশে আমরা নেই এবং ১৯ মে-র বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। নাহলে এমন পদক্ষেপ করব যেটা গোটা দেশে কখনো হয়নি। আমার সন্দেহ আছে যে, হয় গণতন্ত্র সঠিক হাতে নেই আর নাহলে গণতন্ত্র বিকশিত হয়নি। আমি গোটা মন্ত্রিসভাকে পার্টি করে দেব। সবাইকে এসে উত্তর দিতে হবে। শো কজও করতে পারি। বিধানসভার দলনেতা হন মুখ্যমন্ত্রী আর লোকসভায় দলনেতা প্রধানমন্ত্রী। আমি ইলেকশন কমিশনকে বলব তৃণমূল কংগ্রেসের লোগো প্রত্যাহার করার জন্য, দল হিসাবে তাদের মান্যতা প্রত্যাহার করতে বলব নির্বাচন কমিশনকে। সংবিধান নিয়ে যা ইচ্ছা করা যায়না।'
advertisement
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গেই প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন,' আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দলের নাম এখন তৃণমূল'।
VENKATESWAR LAHIRI
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2022 11:11 AM IST