FIFA World Cup 2022: ফুটবলের নেশায় বুঁদ! ‘নমাজ পড়তে ভুলো না’ সতর্ক করল ইসলামিক সংগঠন
- Published by:Debalina Datta
Last Updated:
এই কমিটি রাস্তায় ও গোয়াতে বড় বড় ফুটবল কাটআউট দেখিয়ে তার দিকে ইশারা করে বলে , যাদের খুব একটা রোজগার নেই তারা আজেবাজেভাবে পয়সা খরচ করছে৷’’
#তিরুবনন্তপুরম: সারা পৃথিবী এই সময় ফুটবল ওয়ার্ল্ড কাপে বুঁদ হয়ে আছে৷ নিজের দেশ বিশ্বকাপে খেলুক বা না খেলুক সকলেই এই জ্বরে কাঁপছে৷ ৪ বছরে একবার আসে বিশ্ব ফুটবলের এই মহা সমারোহ তাই তাঁর আনন্দ কোনওভাবে যেন মিস না হয়ে যায় তাই নিয়ে সকলে মশগুল৷ এর মধ্যেই কেরলের একটি ইসলামিক সংগঠন ফতোয়া জারি করেছে৷ যা নিয়ে শুরু হয়েছে বিবাদ৷
আসলে ফুটবল একটি দারুণ জনপ্রিয় খেলা৷ ফিফা বিশ্বকাপের উন্মাদনা তাই ছেয়ে রয়েছে৷ এরই মধ্যে কেরলের Samastha Kerala Jem Iyyathul Khutba committee লোকের মধ্যে বাড়তে থাকা এই ফুটবল নেশা নিয়ে সচেতন হওয়ার বার্তা দিয়েছে৷ সমিতি জানিয়েছে গভীর রাতে হওয়া ফুটবল ম্যাচের কারণে নমাজ পাঠ কোনওভাবেই যেন মিস না হয়ে যায়৷ শুক্রবার মসজিদে ধর্মোপদেশ দেওয়ার সময় এই সংগঠনের এই ফতোয়ায় বিবাদ তৈরি হয়েছে৷
advertisement
আরও পড়ুন - ENG vs USA: হতশ্রী ইংল্যান্ড, মার্কিনদের বিরুদ্ধে গোলমুখই খুলতে পারল না সাউথগেটের ছেলেরা
advertisement
টাইমস অফ ইন্ডিয়ার এক খবর অনুযায়ী এই বয়ানে নিজের মত দিতে গিয়ে কেরলের শিক্ষামন্ত্রী বি শিবনকুট্টি জানিয়েছেন , ‘‘কোনও মানুষেরই ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই৷ তিনি আরও বলেন এই সিদ্ধান্ত নেওয়া মানুষের অধিকারের মধ্যে পড়ে যে সে ম্যাচ দেখবে না দেখবে না৷ গান শুনবে না বই পড়বে৷ কারোর এই বিষয়ের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করার কোনও অধিকার নেই৷ ’’
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘Samastha Kerala Jem Iyyathul Khutba committee অধিকার রয়েছে তারা সচেতনা প্রসার করতে পারে৷ কিন্তু এটাও মানুষের অধিকার তাঁরা সেটা মানবেন, না মানবেন না৷ ’’
এই কমিটি রাস্তায় ও গোয়াতে বড় বড় ফুটবল কাটআউট দেখিয়ে তার দিকে ইশারা করে বলে , যাদের খুব একটা রোজগার নেই তারা আজেবাজেভাবে পয়সা খরচ করছে৷’’ উল্লেখযোগ্যভাবে কাতারের বিশ্বকাপ ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে আর তা শেষ হবে ১৮ ডিসেম্বর৷ ৩২ টি দেশ ফুটবল বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইতে নেমেছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2022 10:11 AM IST