ENG vs USA: হতশ্রী ইংল্যান্ড, মার্কিনদের বিরুদ্ধে গোলমুখই খুলতে পারল না সাউথগেটের ছেলেরা

Last Updated:

FIFA World Cup 2022: ইংল্যান্ড ইরানের বিরুদ্ধে দাপট দেখিয়ে শুরু থেকে খেললেও এদিন আমেরিকার বিরুদ্ধে সেই লক্ষণ দেখায়নি এবং খেলা শেষ হয় ০-০ গোলে৷

Eng vs USA: Team ends match in goalless draw and shares point - Photo Courtesy- USA Football Team/ Twitter
Eng vs USA: Team ends match in goalless draw and shares point - Photo Courtesy- USA Football Team/ Twitter
#আল খোর: ইংল্যান্ডের সুযোগ নষ্ট৷ আমেরিকার বিরুদ্ধে ম্যাচে ০-০ ড্র করল গ্যারেথ সাউথগেটের ছেলেরা৷ এদিনের খেলা থেকে পুরো পয়েন্ট না পাওয়ায় তারা দ্বিতীয় ম্যাচেই শেষ ষোলয় যাওয়ার সুযোগও হারাল৷ এদিন গ্রুপ বি-র ম্যাচে আমেরিকার বিরুদ্ধে সেভাবে প্রভাব বিস্তার করতে ব্যর্থ ইংল্যান্ড৷ সোমবারই তারা ইরানকে হারিয়েছিল ৬-২  গোলে৷ কিন্তু সেদিনের মতো এদিন ম্যাচ জয়ের প্রবল খিদে দেখা যায়নি ইংল্যান্ডের খেলায়৷
অন্যদিকে গোল না পেলেও আল বায়াৎ স্টেডিয়ামে এদিন অনেকটা অংশ ইউএএসে ম্যাচ কন্ট্রোল করলেও গোলমুখ খুলতে পারেনি৷ ফলে এদিন তারাও তিন পয়েন্ট পেতে পারল না৷ এই নিয়ে বিশ্বকাপের মঞ্চে তৃতীয়বার আমেরিকার বিরুদ্ধে ম্যাচে জানদার পারফরম্যান্স দিতে ব্যর্থ হল ইংল্যান্ড৷
advertisement
advertisement
১৯৫০ সালে আমেরিকার কাছে অবিশ্বাস্য হার, তারপর ২০১০- ১-১ ড্রয়ের পর এবার আমেরিকার প্রবল প্রচেষ্টার কাছে ফিকে দেখাল ইংল্যান্ডকে৷ এবারের বিশ্বকাপে ইরানকে উড়িয়ে দিয়ে শুরু করেছিলে ইংল্যান্ড এদিন থ্রি লায়ন্সের সেই উতপ্ত পারফরম্যান্সের পর হঠাৎই জল পড়ে গেল৷
advertisement
যদিও এদিন ড্রয়ের পরেও নিজেদের পরিস্থিতিকে এতটাও খারাপ পরিস্থিতি করে ফেলেনি যাতে তারা আর টুর্নামেন্টেই এগোতে পারবে না এমনটা নয়৷ এখনও পরস্থিতি তাদের নিয়ন্ত্রণে৷
গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে একটি ড্র হলেও তারা নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করে নিতে পারবে৷ আর যদি তারা ওয়েলসকে হারিয়ে যায় তাহলে তারা নিজেদের গ্রুপে এক নম্বরে থেকে শেষ ১৬ তে যেতে পারবে৷
advertisement
এদিকে আমেরিকা যারা দুটি ম্যাচই ড্র করেছে তারা যদি ইরানের বিরুদ্ধেও ড্র করে তাহলে তারাও শেষ ষোলয় পৌঁছে যেতে পারবে৷
গ্রেগ ব্রি হল্টারের গ্রুপ দ্বিতীয় কনিষ্ঠতম দল এবারের বিশ্বকাপের৷ আমেরিকার থ্যাঙ্কস গিভিংয়ের পর ইংল্যান্ড সেই মুড থেকে বেরোতে পারেনি তারাই খুব বেশি টার্কিতে ডুবে ছিল৷
হ্যারি কেন এবং হ্যারি ম্যাগুয়ের নিজের চোট ও অসুস্থতা থেকে সেরে উঠেছেন৷ ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর এদিনই প্রথম ইংল্যান্ড কোনও পরিবর্তন ছাড়া দল মাঠে নামিয়েছিল৷
advertisement
ইংল্যান্ড ইরানের বিরুদ্ধে দাপট দেখিয়ে শুরু থেকে খেললেও এদিন আমেরিকার বিরুদ্ধে সেই লক্ষণ দেখায়নি এবং খেলা শেষ হয় ০-০ গোলে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ENG vs USA: হতশ্রী ইংল্যান্ড, মার্কিনদের বিরুদ্ধে গোলমুখই খুলতে পারল না সাউথগেটের ছেলেরা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement