Anti Aging Tips: ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে শুরু করেছে! সাবধান, এই ভুলগুলি ডেকে আনবে মারাত্মক বিপদ!

Last Updated:

অনেকেই ত্বকের যত্ন নিতে গিয়েই বেশি ভুল করে ফেলেন। ত্বকের লাবণ্য, তারুণ্য বজায় রাখতে গিয়ে ভুল পণ্যের ব্যবহার শুরু করে ফেলেন!

nti Aging Tips : know proper skin care product
nti Aging Tips : know proper skin care product
#কলকাতা: সময়ের চাকা কখনও কারও জন্য থেমে থাকে না। আর তাই বয়স বেড়ে যায় মানুষের। সুকোমল শিশু একদিন বড় হয়। ধীরে ধীরে সে এগিয়ে যায় বার্ধক্যে দিকে। সময়ের সঙ্গে সঙ্গে ত্বকে তার ছাপ পড়তে থাকে। বৃদ্ধ বয়সে সূক্ষ্ণ বলিরেখার সমস্যা সকলেই হয়। তবে খানিকটা যত্নের মাধ্যমে সেই সমস্যাকে খানিকটা ঠেকিয়ে রাখা যায়।
কিন্তু সমস্যা হল অনেকেই ত্বকের যত্ন নিতে গিয়েই বেশি ভুল করে ফেলেন। ত্বকের লাবণ্য, তারুণ্য বজায় রাখতে গিয়ে ভুল পণ্যের ব্যবহার শুরু করে ফেলেন অনেকে। তার ফলে ত্বকের উপকার কম হয়, উল্টে ক্ষতি হয় অনেক বেশি। বার্ধক্যজনিত ত্বকের সমস্যার ক্ষেত্রে সঠিক যত্নের খুব প্রয়োজন। দেখে নেওয়া যাক এজিং সম্পর্কিত কিছু তথ্য এবং ত্বকের যত্নের সঙ্গে সম্পর্কিত এমন কিছু ছোট ছোট ভুলের কথা যা একান্তই এড়িয়ে যাওয়া উচিত-
advertisement
advertisement
ত্বক পরিষ্কার করার সময় তাড়াহুড়ো—
আজকাল প্রায় সব বিষয়েই আমরা ‘শর্ট কাট’ খুঁজে থাকি, সবেতেই বড্ড তাড়াহুড়ো। আমাদের দেশের বেশির ভাগ মহিলাই খুব যত্ন নিয়ে মেক-আপ করেন, কিন্তু সারা দিন হই-হুল্লোড় করে এসে প্রথমে মেকআপ তুলে ফেলার কথা ভুলে যান। মেক-আপ তুলে ফেললেও অনেকে মুখ পরিষ্কার করার কথা ভাবেন না। বরং সরাসরি সাবান জল দিয়ে মুখ ধুয়ে ফেলেন। প্রাথমিক ভাবে মনে হয় এতে মেকআপও উঠেও গিয়েছে এবং মুখও পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু এটা করা ঠিক নয়। বিশেষত যদি ত্বকে বার্ধক্যজনিত সমস্যা তৈরি হতে শুরু করে থাকে। আসলে, কেউ যখন সরাসরি ফেসওয়াশ দিয়ে মেকআপ তুলে ফেলার চেষ্টা করেন, তখন তাঁকে আরও জোরে ঘষতে হয় মুখ, যার ফলে ত্বকের ক্ষতি হতে পারে।
advertisement
এছাড়াও, মুখ ধুয়ে ফেললেই যে চোখের মেক-আপ খুব ভাল ভাবে উঠে যায় তা নয়। এ ক্ষেত্রে মুখে মেকআপ রেখে দিলে ত্বকে আরও বেশি করে বার্ধক্যের ছাপ পড়তে শুরু করে। সুতরাং, সব সময়ই প্রথমে মেকআপ মুছে ফেলতে হবে এবং তারপরে একটি মৃদু ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করতে হবে।
advertisement
স্কিন কেয়ার পণ্যের ভুল সংরক্ষণ—
মনে হতে পারে, এটা তো সামান্য একটি ভুল। কিন্তু এই ভুলের মাশুল অনেক বড় হতে পারে। ত্বকের উপর এর বড় প্রভাব পড়তে পারে। আসলে, অনেকেই ত্বকের যত্নের জন্য অনেক নামি-দামি পণ্য কিনে থাকি। মনে করা হয় এই সব পণ্য আমাদের ত্বককে আরও পুষ্টি দেবে এবং তার ফলে ত্বক থাকবে তারুণ্যে ভরপুর। কিন্তু এই সব প্রসাধনী পণ্য সঠিক ভাবে সংরক্ষণ না করলে এতে উপস্থিত উপাদানগুলো অকার্যকর হয়ে পড়ে। যেমন ধরা যাক, কেউ যদি ত্বকের যত্নের পণ্যগুলিকে সরাসরি সূর্যের আলোতে রাখেন, তবে ভিটামিন সি, রেটিনল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইউভি ফিল্টারগুলির মতো সক্রিয় উপাদানগুলিও ত্বকের উপর আর কোনও উপকারি প্রভাব বিস্তার করতে পারে না। তাই, সব সময় সৌন্দর্য পণ্য সঠিক ভাবে সংরক্ষণ করা দরকার।
advertisement
গরম জলের ব্যবহার—
অনেকেই মনে করে গরম জল ব্যবহার করা ভাল। মুখ ধোয়ার সময় অনেকেই গরম জল ব্যবহার করেন। বিশেষত শীতের সময় তাতে আরামও লাগে। কিন্তু ত্বকে যদি বার্ধক্যের লক্ষণ দেখা দিতে শুরু করে থাকে তা হলে এই ভুলটি একেবারেই করা যাবে না। গরম জল ত্বককে আরও বেশি শুষ্ক করে দেয়। আর সে কারণেই ত্বক আরও বয়স্ক মনে হতে পারে। তাই স্বাভাবিক তাপমাত্রার জল ব্যবহার করাই ভাল। এতে ত্বকের ফোলাভাব দূর হবে, তারুণ্যও বজায় থাকবে।
advertisement
একসঙ্গে অনেক পণ্যের ব্যবহার—
যদি ত্বকে বার্ধক্যের লক্ষণ দেখা দিতে শুরু করে, তবে সকলেই চান সেগুলি দূর করতে। কিন্তু সেই লক্ষ্যে একের পর এক বাজার চলতি পণ্য ব্যবহার করতে শুরু করলে খুব মুশকিল। সেটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। বার্ধক্যের ছাপ পড়তে শুরু করলে ত্বকের যত্নে নিয়মিত কিছু অ্যান্টিএজিং পণ্য যুক্ত করা যেতে পারে। কিন্তু একবারে অনেক পণ্য ব্যবহার করে একটি স্তর তৈরি করে ফেলা মোটেও উচিত নয়।
advertisement
সুতরাং এই ভুল গুলি থেকে দূরে থাকাই ভাল। তবে নিয়মিত ত্বকের যত্ন নেওয়াও খুব জরুরি।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Anti Aging Tips: ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে শুরু করেছে! সাবধান, এই ভুলগুলি ডেকে আনবে মারাত্মক বিপদ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement