'সরকার দুর্নীতিটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, ভবিষ্যতের চোরেদের কাছে আদর্শ তৃণমূল'- -সুকান্ত মজুমদার
- Published by:Debalina Datta
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
সরকারি ওয়েবসাইটে কারচুপি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পরামর্শেই করা হয়েছে'। বিস্ফোরক সুকান্ত।
#কলকাতা: 'রাজ্যবাসীর দুর্ভাগ্য যে রাজ্য সরকারের বিন্দুমাত্র লজ্জা বলে কিছু নেই। আদালতের যা পর্যবেক্ষণ সামনে আসছে তাতে মনে হচ্ছে ওয়েবসাইটেই কোনও কারচুপি করা হয়েছিল। রোল নাম্বার পর্যন্ত পরিবর্তন করা হয়েছিল বলেও তথ্য সামনে আসছে। সরকার তথা শাসক দল দুর্নীতিকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। চুরি যে এত নৈপুণ্যতার সঙ্গে করা সম্ভব তা তৃণমূল কংগ্রেসের থেকেই শিখতে হয়। ভবিষ্যতের চোরেদের কাছে তৃণমূল কংগ্রেস আদর্শ'। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঢাকি সমেত বিসর্জনের হুঁশিয়ারি প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাশাপাশি সুকান্ত মজুমদার এও বলেন,' দুর্নীতি প্রমাণিত হওয়া সত্ত্বেও সরকার যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিতে বহাল রাখার বিষয়ে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারি ওয়েবসাইটে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতির তথ্য প্রকাশ্যে এসেছে তা বাইরের লোকের পক্ষে করা অসম্ভব। শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ তথা পরামর্শ মেনেই জেনেশুনে এই বেনিয়ম করেছেন শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকরা'। প্রসঙ্গত, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। মন্তব্য বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। একই সঙ্গে তিনি বলেন, "যেদিন ২০১৪ র প্রাথমিক টেটের ভিত্তিতে গড়া ২০১৬ র পুরো প্যানেল বাতিল করব সেদিন ঢাকি সমেত বিসর্জনের মানে বলব।"মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই বলে চাকরি পায়নি মামলাকারিরা' ।
advertisement
মঙ্গলবার এই মন্তব্যও করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলাবাহুল্য, ২০১৬ র নিয়োগ প্রক্রিয়ায় চাকরির আবেদন জানিয়ে মামলা করেন ১৪০জন অপ্রশিক্ষিত প্রার্থী। তাদের দাবি, সেই সময়কার নিয়ম অনুযায়ী অপ্রশিক্ষিতদের নিয়োগ করা যেত। প্রায় ৩২ হাজার অপ্রশিক্ষিত প্রার্থী ২০১৬ র নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগপত্র পেয়েছেন। মামলাকারিদের আরও দাবি, "সম্প্রতি আদালতের নির্দেশে নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকা থেকে দেখা যাচ্ছে যে তাদের থেকেও কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী সুপারিশপত্র পেয়েছেন।
advertisement
advertisement
VENKATESWAR LAHIRI
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2022 1:29 PM IST







