Lionel Messi : কলকাতায় 'বিরক্ত' মেসি খিলখিলিয়ে হাসলেন হায়দরাবাদে গিয়ে! বললেন ঠিক চারটি শব্দ, বড় পাওনা ফুটবলপ্রেমীদের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lionel Messi : শনিবার রাত আটটা বেজে ১০ মিনিট নাগাদ উপ্পল স্টেডিয়ামের মাঠে নামেন মেসি। পাসিং দ্য বল খেলেন, লম্বা শটে গোল করেন, বেশ কয়েকবার পায়ে বল নিয়ে তাঁর স্কিল-এর ঝলক দেখান।
advertisement
মেসিকে ঘিরে কলকাতায় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পর অনেকেই আশঙ্কা করেছিলেন, এর পর অন্য শহরগুলিতে আর্জেন্টাইন মহাতারকাকে ঘিরে আর কোনও অনুষ্ঠান হবে কি না! তবে হায়দরাবাদে মেসিকে ঘিরে উন্মাদনা ছিল চরমে। আর সেখানে কোনওরকম বিশৃঙ্খলাও দেখা যায়নি। গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ মেসি পৌঁছন হায়দরাবাদ। এর পর সন্ধে .৫৭ মিনিটে হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে ঢোকেন মেসি।
advertisement
advertisement
শনিবার রাত আটটা বেজে ১০ মিনিট নাগাদ উপ্পল স্টেডিয়ামের মাঠে নামেন মেসি। পাসিং দ্য বল খেলেন, লম্বা শটে গোল করেন, বেশ কয়েকবার পায়ে বল নিয়ে তাঁর স্কিল-এর ঝলক দেখান। এই গোটা সময় মেসির দিকেই নজর ছিল সবার। তাঁকে ঘিরে থাকেননি কেউ। মেসির কাছে ঘেঁষতে দেওয়া হয়নি কাউকে। আর মেসি বোধ হয় সেটাই উপভোগ করছিলেন!
advertisement
advertisement
advertisement









