Sukanta Majumder Saugato Roy: 'মামলা অথবা হামলা...', সৌগতর কটাক্ষে জোরালো 'জবাব' সুকান্তর! তৃণমূল-বিজেপি টক্করে তোলপাড় রাজ্য

Last Updated:

Sukanta Majumder Saugata Roy: গতকালই সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ করেন সৌগত রায়। যেখানেই সুকান্ত মজুমদার যাবেন, সেখানেই তৃণমূল কর্মীদের বিক্ষোভ দেখানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, সুকান্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন সৌগত রায়।

সৌগত বনাম সুকান্ত
সৌগত বনাম সুকান্ত
#কলকাতা: দুর্নীতি ইস্যুতে সরগরম রাজ্য। আর এই নিয়ে ইতিমধ্যেই প্রধান বিরোধী দল বিজেপি ও শাসক দল তৃণমূলের কাজিয়া চরমে পৌঁছেছে। কিছুদিন আগেই চর্চায় উঠে এসেছি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও তৃণমূল সংসদ সৌগত রায়ের বাকবিতণ্ডা। এবার সৌগত রায়ের সঙ্গে তরজায় নেমেছেন খোদ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সৌগত রায়ের কটাক্ষের জবাব দিতে গিয়ে সুকান্ত আজ বলেন, 'দলের কেউ ওনার নিদান শোনে নাকি? আগামী লোকসভা নির্বাচনে উনি টিকিট পাবেন না জেনেই এবার দলে গুরুত্ব বাড়াতে আমাকে আক্রমণ করেছেন।'
গতকালই সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ করেন সৌগত রায়। যেখানেই সুকান্ত মজুমদার যাবেন, সেখানেই তৃণমূল কর্মীদের বিক্ষোভ দেখানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, সুকান্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন সৌগত রায়। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, 'সুকান্ত মজুমদারকে এত দিন অপরিণত রাজনীতিবিদ ভাবতাম। কিন্তু উনি এখন যে সব ভাষা ব্যবহার করছেন, যে সব কথা বলছেন তাতে আমাদের ওঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। উনি চোর বলছেন আমাদের দলকে। এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। না হলে দলের ছেলেদের বলব, যেখানে সুকান্ত মজুমদার যাবেন সেখানেই গিয়ে বিক্ষোভ দেখাতে'। তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, 'উনি মামলা করুন বা হামলা দুটোই সামলানোর ক্ষমতা আমার আছে।'
advertisement
advertisement
পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের গ্রেফতারিকে কেন্দ্র করে বার বার তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে সুকান্তকে। একাধিক দলীয় অনুষ্ঠান ও প্রচার মঞ্চ থেকে তিনি তৃণমূলকে বার বার 'চোর' আক্রমণ করছেন। এই প্রসঙ্গেই সৌগত রায় বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে দেখলেই  বিক্ষোভ দেখানোর কথা বলেন। চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই তা নিয়েই এবার পাল্টা সৌগত রায়কে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সুকান্ত।
advertisement
এদিন তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করে বসেন সুকান্ত মজুমদার। তীব্র কটাক্ষ শানিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'তোলাবাজি-কাটমানি না নিলে তৃণমূল নেতা-মন্ত্রীদের বিপুল পরিমাণ সম্পত্তি  কী করে হয়'? গত কয়েকদিনে বঙ্গ বিজেপির নেতারা বারবারই শাসক দলের নেতা মন্ত্রীদের দুর্নীতি নিয়ে সরব হন। আক্রমণ করেন চাঁচাছোলা ভাষায়। এবার শাসকদলের একাধিক জনপ্রতিনিধির সম্পত্তি বৃদ্ধি মামলায় বিস্ফোরক দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সবমিলিয়ে বাংলার রাজনৈতিক ময়দানের উত্তাপ তুঙ্গে পৌঁছেছে বিজেপি-তৃণমূলের জোরদার টক্করে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumder Saugato Roy: 'মামলা অথবা হামলা...', সৌগতর কটাক্ষে জোরালো 'জবাব' সুকান্তর! তৃণমূল-বিজেপি টক্করে তোলপাড় রাজ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement