হোম /খবর /কলকাতা /
দুয়ারে পদ্ম সেনাপতি! বাংলার মানুষের 'মন কি বাত' শুনতে ‘পাড়ায় সুকান্ত’কর্মসূচি

Sukanta Majumdar: দুয়ারে পদ্ম সেনাপতি! বাংলার মানুষের 'মন কি বাত' শুনতে ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচিতে আহ্বান তৃণমূলীদেরও

দুয়ারে পদ্ম সেনাপতি! বাংলার মানুষের 'মন কি বাত' শুনতে ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচিতে আহ্বান তৃণমূলীদেরও

দুয়ারে পদ্ম সেনাপতি! বাংলার মানুষের 'মন কি বাত' শুনতে ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচিতে আহ্বান তৃণমূলীদেরও

শুধুমাত্র নিজের লোকসভা কেন্দ্রেই নয়, বাংলার মানুষের 'মন কি বাত' শুনতে পাড়ায় পাড়ায় হাজির হচ্ছেন সুকান্ত মজুমদার।

  • Share this:

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে বহু দিন হল 'মন কি বাত' অনুষ্ঠান শুরু করেছেন। সেই অনুষ্ঠানে বলেন নিজের মনের কথা । আর এবার বাংলার মানুষের 'মন কি বাত' শুনতে ময়দানে সুকান্ত মজুমদার। শুধুমাত্র নিজের লোকসভা কেন্দ্রেই নয়, বাংলার মানুষের 'মন কি বাত' শুনতে পাড়ায় পাড়ায় হাজির হচ্ছেন সুকান্ত মজুমদার।

প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ কর্মসূচি থেকে অনুপ্রাণিত হয়ে এবার শুধুমাত্র নিজের লোকসভা কেন্দ্রেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলার মানুষের কথা শুনতে 'পাড়ায় পাড়ায় হাজির হচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজেই সেই কর্মসূচির নাম দিয়েছেন 'পাড়ায় সুকান্ত'। ইতিমধ্যেই নিজের লোকসভা কেন্দ্রের পাশাপাশি এ রাজ্যে দলের বিভিন্ন সংগঠনিক জেলায় হাজির হচ্ছেন সুকান্ত মজুমদার।

আরও পড়ুন- ৬ মাস কাজ করলেই মিলবে ১ কোটি টাকা বেতন! তবু পড়ে পাঁচটি শূন্যপদ, কোথায় রয়েছে এমন চাকরি?

সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও খোলামেলা আলোচনায় অংশ নিচ্ছেন সুকান্ত মজুমদার। প্রদান করা হচ্ছে নানান পরিষেবাও। কিন্তু হঠাৎ কেন এই 'পাড়ায় সুকান্ত' কর্মসূচি? সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই সেই প্রশ্নের উত্তর খোলসা করলেন বঙ্গ পদ্ম শিবিরের সেনাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের কথায়, ‘‘আমার এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল, বাংলার মানুষের মনের কথা শোনা। বারবার ঘটা করে প্রচার করা হয় 'এগিয়ে বাংলা'।

আরও পড়ুন- একটা টেক্সট মেসেজ! তাতেই শেষ হয়েছিল দীর্ঘ দিনের সম্পর্ক! সলমন-ক্যাটরিনার বিচ্ছেদ নিয়ে আজও চর্চা ভক্তমহলে

বাস্তবে কি আদৌ এগিয়েছে বাংলা? ‘দুয়ারে সরকার’ কতটা মানুষের দুয়ারে পৌঁছতে পেরেছে? বাংলার বাস্তব পরিস্থিতির হাল হকিকত জানার উদ্দেশ্যেই আমার এই 'পাড়ায় সুকান্ত' কর্মসূচির ভাবনা।’’

বৃহস্পতিবার হুগলি জেলায় কর্মসূচিতে অংশ নেওয়ার পর সুকান্ত মজুমদারের দাবি, ‘‘সরকার যে এখনও মানুষের কাছে পৌঁছতে পারেনি সেই চিত্রই টের পাওয়া যাচ্ছে। অনেকেই বলছেন দুয়ারে সরকার কর্মসূচিতে বহুবার আবেদন করেছি, কিন্তু ফল পাইনি। এরকম অনেক কিছু বঞ্চনারই কথা জানতে পারছি। সাধারণ নাগরিকদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমর্থকদেরও বলব আপনারাও আমার 'পাড়ায় সুকান্ত' কর্মসূচিতে এসে অভাব অভিযোগ। প্রাপ্তি, অপ্রাপ্তির বিষয়গুলি তুলে ধরুন। তাতে বাংলার বাস্তব ছবিটা আমার কাছে আরও স্পষ্ট হবে'।’’

‘পাড়ায় সুকান্ত’। এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সুকান্তর সাংসদীয় এলাকা দিয়ে। এই বিশেষ কর্মসূচির মাধ্যমে সামাজিক পরিসরে সাংসদের পক্ষ থেকে দেওয়া শিক্ষা ও জাতিগত শংসাপত্র প্রদান থেকে শুরু করে চিকিৎসা সহ নানা পরিষেবার সুযোগ করে দেওয়ার পাশাপাশি মানুষের মনের কথা জানার মাধ্যমে 'পাড়ায় সুকান্ত' কর্মসূচি আসলে পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে বঙ্গ পদ্ম শিবিরের সেনাপতি সুকান্ত মজুমদারের প্রধান লক্ষ্য যে জনসংযোগের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করাই মূল উদ্দেশ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Bengal BJP, Sukanta Majumdar