Viral News: ৬ মাস কাজ করলেই মিলবে ১ কোটি টাকা বেতন! তবু পড়ে পাঁচটি শূন্যপদ, কোথায় রয়েছে এমন চাকরি?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Most Unwanted But Highly Paid Job: এই পৃথিবীতে এমন চাকরিও রয়েছে, যা আকর্ষণীয় বেতন, ২ বছরের নিশ্চয়তার সুযোগ দিয়েও কর্মী জোগাড় করে উঠতে পারছে না।
advertisement
advertisement
এমন একটি কাজ, যেখানে আকর্ষণীয় বেতন, চাকরির নিরাপত্তা, এমনকী অল্প সময়ের কাজ— সবই রয়েছে তবুও কেউ আগ্রহী নয় কাজে যোগ দিতে। প্রায় ১ কোটি টাকা বেতনের চাকরি পেয়েও কেউ নিতে চাইছেন না। দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, যাঁরা ভাল বেতন পেতে চান এবং চাকরির পাশাপাশি ভ্রমণের আনন্দ পেতে চান তাঁদের জন্য এটি স্বপ্নপূরণের জায়গা হতে পারে।
advertisement
একদিনের বেতন ৩৬ হাজার টাকা! এই চাকরি দেওয়া হচ্ছে কোস্ট অফ অ্যাবারডিনে। স্কটল্যান্ডের উত্তর পূর্বে উত্তর সাগরের কাছে কর্মস্থল। একটানা ওই উপকূলে থাকতে হবে মাত্র ৬ মাস করতে হবে। এক সপ্তাহের অসুস্থতা জনিত ছুটিও পাওয়া যাবে। কাজের সময় ১২ ঘণ্টা। আর তারই জন্য পাওয়া যাবে ৩৬ হাজার টাকারও বেশি, একদিনে। কর্মরত ব্যক্তি যদি এখানে ২ বছর থাকেন এবং ৬ মাসের ২টি পর্ব সম্পূর্ণ করেন, তাহলে তার বেতন ৯৫,৪২০ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি টাকার কাছে পৌঁছে যাবে। কিন্তু কারা এই চাকরি দিতে চাইছে, তা এখনও স্পষ্ট নয়। তবে তারা নিজেদের এনার্জি মার্কেটের রাঘব বোয়াল বলে দাবি করেছে।
advertisement
কিন্তু এত রকম সুবিধা দেওয়ার পরেও কর্মী পাওয়া যাচ্ছে না। আসলে এই কাজ হল মেকানিকের, যাঁকে স্কটল্যান্ডের ওই তটে বর্তমান রিগ থেকে গ্যাস ও তেল খনন করতে হবে। নিয়োগকর্তা জানিয়েছে, কাজের জন্য বিভিন্ন তারিখ এবং ট্রিপ রয়েছে, যা চাকরিপ্রার্থী নিজেই স্থির করতে পারবেন। তাঁরা কখন এবং কতটা কাজ করবেন, সেটা তাঁদের পছন্দ। তবে প্রয়োজনীয় নিরাপত্তা এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রয়োজন। পাশাপাশি, ওই কর্মীকে ৬ মাস ধরে রিগটিতে থাকতে হবে। এই কারণে এক মাস পেরিয়ে গেলেও এই পাঁচটি শূন্যপদে কোনও প্রার্থী মেলেনি।