Sukanta Majumdar: 'যেখানে কেন্দ্রীয় মন্ত্রীই সুরক্ষিত নয়, সেখানে...' রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আর্জি,অমিত শাহকে চিঠি সুকান্তর

Last Updated:

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার
কলকাতা: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। পাশাপাশি তিনি চিঠিতে আজ, শুক্রবারের ভবানীপুরে পুলিশি বাধার ঘটনা ও গতকাল বজবজে তাঁর উপর হামলার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে বজবজ যান। অভিযোগ, সেখানে সাধারণ মানুষের তরফে ধিক্কার স্লোগান , জুতো ছোরার মতো ঘটনার সম্মুখীন হতে হয় রাজ্য সভাপতিকে। সেই ঘটনার প্রসঙ্গ তুলে সুকান্ত মজুমদার চিঠিতে লেখেন, রাজ্যের পুলিশ প্রশাসন ব্যর্থ রাজ্যের দুষ্কৃতীদের সামাল দিতে । চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন,  যেখানে কেন্দ্রীয় মন্ত্রীই সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষ কীভাবে নিশ্চিন্তে থাকবে রাজ্যের পুলিশ- প্রশাসনের ভরসায়।
advertisement
advertisement
অভিযোগ, শুক্রবার ভবানীপুরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনে মিছিল করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি যাওয়ার সময় বাইক মিছিলে বাধা আসে পুলিশের। ভবানীপুর থানার পুলিশ আধিকারিকেরা জানান বিএনএস ১৬৩ ধারা জারি থাকার কারণে এবং কোনও ঘোষিত কর্মসূচি না থাকায় মিছিল করা যাবে না। সে নিয়েও বাধে বাকবিতণ্ডা। পুলিশের হাতে আটক হয়ে সুকান্ত মজুমদার-সহ বিজেপি কর্মী-সমর্থকদের লালবাজারে থাকতে হয় প্রায় দু ঘণ্টা। চিঠিতে সেই ঘটনার কথা উল্লেখ করে সুকান্ত মজুমদার অমিত শাহকে গোটা ঘটনায় উপস্থিত থাকা পুলিশ আধিকারিকদের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar: 'যেখানে কেন্দ্রীয় মন্ত্রীই সুরক্ষিত নয়, সেখানে...' রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আর্জি,অমিত শাহকে চিঠি সুকান্তর
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement