Mallickbazar hospital accident: ছেলের ডাকেও ফিরলেন না, স্ত্রীর মৃত্যুতেই বদলে যান লেকটাউনের সুজিত

Last Updated:

কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে মাস খানেক আগেই মৃত্যু পর থেকেই অবসাদে ভুগতে শুরু করেছিলেন লেকটাউনের শ্রীভূমির বাসিন্দা ছত্রিশ বছরের সুজিত অধিকারী৷

স্ত্রীর মৃত্যুর পরই অবসাদ গ্রাস করে সুজিতকে৷
স্ত্রীর মৃত্যুর পরই অবসাদ গ্রাস করে সুজিতকে৷
#অনুপ চক্রবর্তী, কলকাতা: আট তলার কার্নিশ থেকে ফিরিয়ে আনতে শেষ চেষ্টা হিসেবে ভিডিও কলে ৯ বছরের ছেলে বার বার বাবাকে ডেকেছিল৷ কিন্তু ছেলের গলা শুনেও একবার ঘাড় ঘুরিয়ে তাকানো ছাড়া সাড়া দেননি লেকটাউনের বাসিন্দা সুজিত অধিকারী৷ শেষ পর্যন্ত মল্লিকবাজারের হাসপাতালের সেই কার্নিশ থেকেই নীচে পড়ে যান তিনি৷
ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছিলেন৷ কিন্তু বিয়ের পর স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ছোট্ট সংসারে সুখের অভাব ছিল না৷ যদিও গত কয়েক মাসে বদলে গিয়েছিল ছবিটা৷ কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে মাস খানেক আগেই মৃত্যু পর থেকেই অবসাদে ভুগতে শুরু করেছিলেন লেকটাউনের শ্রীভূমির বাসিন্দা ছত্রিশ বছরের সুজিত অধিকারী৷ স্নায়ু সংক্রান্ত সমস্যা দেখা দেওয়া দু' দিন আগেই মল্লিকবাজারের ওই হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল সুজিতকে৷ এ দিন দুপুরে সেই হাসপাতালেরই আট তলার কার্নিশে গিয়ে বসেন আত্মহত্যাপ্রবণ সুজিত৷
advertisement
advertisement
পেশায় লোহার ব্যবসায়ী সুজিতের দু'টি সন্তান রয়েছে৷ দুই ছেলের বয়স যথাক্রমে ৯ এবং ৫৷ একমাস আগেই মাকে হারিয়েছিল শিশু দু'টি৷ আপাতত গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁদের বাবা৷ সুজিতের কিছু হয়ে গেলে তাঁর সন্তানদের কী হবে, তা ভেবেই আতঙ্কিত সুজিতের ঠাকুমা শিবানী অধিকারী৷ ছ' মাস বয়স থেকে সুজিতকে কোলে পিঠে করে মানুষ করেেছন শিবানীদেবীই৷
advertisement
এ দিন বেলা এগারোটা নাগাদ লেক টাউনের ফ্ল্যাটে মল্লিকবাজারের হাসপাতাল থেকে ফোন করে ঘটনার খবর দেওয়া হয়৷ এর পরে সুজিতকে নিরাপদে উদ্ধার করতে ভিডিও কলের মাধ্যমে বড় ছেলেকে দিয়ে তাঁকে কথা বলানোর চেষ্টা করা হয়৷ যাতে ছেলেদের কথা ভেবে অন্তত কোনও বিপদ না ঘটান বাবা৷ কিন্তু সেই চেষ্টা বিফলে যায়৷ ছেলে বার বার ডাকলেও কার্নিশ থেকে ফিরে আসেননি সুজিত৷
advertisement
সুজিতের ঠাকুমা শিবানী দেবী কাঁদতে কাঁদতে বলেন, 'আমাদের সংসারে কোনও সমস্যা ছিল না৷ কিন্তু কুড়ি-পঁচিশ দিন আগে স্ত্রীর মৃত্যুর পর থেকেই নাতি বদলে গেল৷ ঠিক মতো খাওয়া দাওয়া করত না৷' হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে সুজিতের পিসি মঞ্জু দাস বলেন, 'এত বড় হাসপাতালে কারও নজরে পড়ল না যে ও কার্নিশে চলে গেল? অন্তত সুস্থ হয়ে ফিরে আসুক৷ নাহলে ছেলে দুটোর কী হবে?' এই একই প্রশ্ন সুজিতের প্রতিবেশীদেরও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mallickbazar hospital accident: ছেলের ডাকেও ফিরলেন না, স্ত্রীর মৃত্যুতেই বদলে যান লেকটাউনের সুজিত
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement