রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ৮ দিনের হেফাজত চাইল সিবিআই।

Last Updated:

রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হল সোমবার।

#ভুবনেশ্বর: রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হল সোমবার। সোমবার তাঁকে ফের ভুবনেশ্বর আদালতে পেশ করা হয়। সুদীপের ৮ দিনের হেফাজত চাইল সিবিআই। ধৃত সাংসদকে জেরা করে আরও তথ্য মিলবে বলে দাবি সিবিআইয়ের।
আদালত চত্বরে দাঁড়িয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল সাংসদ। কেন্দ্রের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে সোচ্চার হওয়ার কারণেই তাঁকে গ্রে্ফতার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাজেট অধিবেশনের আগে মুক্তির কোনও সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
গত মঙ্গলবার টানা সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করল সিবিআই ৷ এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পাঁচ জন সিবিআই কর্তা জিজ্ঞাসাবাদ করেন সুদীপকে ৷ জিজ্ঞাসাবাদে সিবিআইকে অসহযোগিতার অভিযোগ বলে জানা গিয়েছে ৷ এর জন্যই শেষপর্যন্ত তৃণমূলের আরেক সাংসদকে গ্রেফতারের সিদ্ধান্ত নিল সিবিআই ৷ তাপস পালের মতো সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বরে ৷
advertisement
advertisement
রোজভ্যালি কাণ্ডে গ্রেফতারির পরই ম্যারাথন জেরার মুখোমুখি হন তাপস পাল ৷ সূত্রের খবর, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে কীভাবে যোগাযোগ হয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, তা জানতে চাওয়া হয় তাপস পালের কাছেও ৷ রোজভ্যালির ব্যবসার প্রসারে সুদীপের ভূমিকা, কতটা প্রভাব খাটিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ? তৃণমূলের তারকা সাংসদের কাছে তা জানতে চায় সিবিআই ৷ সুদীপের বিরুদ্ধে আগেই বেশকিছু তথ্য রয়েছে সিবিআইয়ের কাছে ৷ ধৃত তৃণমূল সাংসদের জেরা পর্বের উপর ভিত্তি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরার জন্য প্রশ্নপত্রও তৈরি করেছিলেন গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ সেই পরীক্ষায় এদিন ডাহা ফেল সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ৮ দিনের হেফাজত চাইল সিবিআই।
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement