• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • সুদীপ-তাপসের মুখোমুখি জেরা আজই !

সুদীপ-তাপসের মুখোমুখি জেরা আজই !

আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর ৷

আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর ৷

আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #ভুবনেশ্বর:  তাপস পালের পর এবার রোজভ্যালিকাণ্ডে সিবিআই-এর জালে সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা। মঙ্গলবার সুদীপকে গ্রেফতারের পর রাতেই তাঁকে বিমানে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়। আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর ৷ বিধাননগর কমিশনারেটে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়েরও করেছেন সুদীপবাবুর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় ৷

  ভুবনেশ্বের নিয়ে যাওয়ার পর রাতে এক দফা সুদীপবাবুকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই কর্তারা ৷ তবে গোয়েন্দাদের কোনও প্রশ্নেরই উত্তর তিনি দেননি বলে খবর ৷ আজ ভুবনেশ্বরে মেডিক্যাল চেক-আপের পর সুদীপবাবুকে ফের জেরা করা হবে ৷ রোজভ্যালিকাণ্ডে বাকি অভিযুক্তদের সঙ্গে গৌতম কুণ্ডুর কী সম্পর্ক ? তা সবচেয়ে ভাল নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়েই জানেন ৷ এমনটাই দাবি সিবিআইয়ের ৷ এরপর দুপুর ২টো নাগাদ সুদীপবাবুকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে ৷ সেখানে তাঁর পাঁচ দিনের হেফাজত চাওয়া হবে বলে সিবিআই সূত্রে খবর ৷

  তাপস পালের গ্রেফতারের পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার যোগাযোগ করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা। তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। কিন্তু, তলব এড়াচ্ছিলেন সুদীপ। ১ জানুয়ারি সিবিআই অফিসারদের সঙ্গে ফোনে কথা হয় তাঁর। তাঁকে ৩ জানুয়ারি হাজিরা দেওয়ার চরম সময়সীমা দেওয়া হয়। তা আর এড়াতে পারেননি সুদীপ। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন সুদীপ। শুরু হয় টানা জেরা। তাঁর দেওয়া উত্তরে একাধিক অসঙ্গতি রয়েছে বলে দাবি সিবিআই কর্তাদের। একইসঙ্গে, তাঁর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও উঠেছে। সেকারণেই টানা সাড়ে তিন ঘণ্টা জেরার পর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়।

  First published: