#কলকাতা: হুড়মুড় করে ভেঙে পড়ল সাত ফুটের মূর্তি। তার তলায় চাপা পড়ে প্রাণ গেল কিশোরের। ঘটনায় শোকের ছায়া দমদম এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরে। খোদ পুরপ্রধানের ওয়ার্ডে এমন ঘটনা ঘটায় উঠছে প্রশ্ন। দায় নিতে নারাজ মধ্যমগ্রামের পুরপ্রধান রথীন ঘোষ।
মধ্যগ্রাম পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রূপম সরকার। গত সোমবার দুই বন্ধুর সঙ্গে স্বামীজি পার্কে খেলতে যায় রূপম। তখনই ঘটে যায় দুর্ঘটনা। চোদ্দ বছরের রূপমের উপরেই ভেঙে পড়ে বিবেকানন্দের সাত ফুটের মূর্তি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বিবেকানন্দের মূর্তিটি তৈরি করেছিল স্থানীয় একটি ক্লাব। এলাকাবাসীর অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাব ও গাফিলতির জেরেই এমন ঘটনা।গলদ ছিল মূর্তির গাঁথনিতেও। গাফিলতি মানতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ।
আরও পড়ুন জুয়ায় জেতা টাকার বখরা নিয়ে বিবাদ নাকি পরকীয়া? কী কারণে খুন যুবক ?
খোদ পুরপ্রধানের এলাকায় এই ঘটনা ঘটলেও কোনওভাবেই তার দায় নিতে রাজি নন তিনি। অষ্টম শ্রেণির ছাত্রের এমন পরিণতিতে শোকস্তব্ধ এলাকাবাসী। তাঁদের প্রশ্ন, একটা মৃত্যুর পরও কি এভাবে দায় ঝেরে ফেলা যায়?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Child death, Kolkata News, Statue