ভুয়ো ভোটার নিয়ে তুমুল শোরগোল! জেলাশাসকদের কড়া চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
ইতিমধ্যেই দুজন ইলেকট্রিক্যাল রেজিস্ট্রেশন অফিসার ও দুই অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনের রেজিস্ট্রেশন অফিসারকে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সাসপেন্ড করেছে রাজ্য সরকার।
কলকাতা: ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার জেরে ERO, AERO দের সাসপেন্ড এর ঘটনা ঘটেছে। এবার ডিসট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসকদের কড়া চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের।
ERO এবং AERO রা কোনভাবেই তাদের দায়িত্ব অন্য কোনও ব্যক্তিকে দিতে পারবে না।
তাদের নির্দিষ্ট লগ ইন আইডি বা ওটিপি ডেটা এন্ট্রি অপারেটরকে যাতে না দিতে পারে সেটা সতর্ক করে রাখতে হবে।
advertisement
আইটি সংক্রান্ত কাজ শুধুমাত্র সিস্টেম ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার করবেন
বুথ লেভেল অফিসারদের তথ্য যাচাই ছাড়া কোনও রিপোর্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা জমা দেবেন না।
advertisement
প্রত্যেকটি জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারেরা তাদের অধীনে থাকা ERO, AERO দের সতর্ক করবেন।
আরও পড়ুন: যৌতুকের জন্য মার খেতেন ননদের হাতে, স্বামীর অত্যাচারে মৃতা নিকিকে নিয়ে জবানবন্দি বৌদির
জেলাশাসকদের সতর্ক করে চিঠি দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সম্প্রতি ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার ঘটনায় দেখা যায় ERO, AERO দের গাফিলতি। এমনকি তাঁদের লগ ইন আইডি ও ওটিপি ডাটা এন্ট্রি অপারেটরদের দিয়ে দিয়েছিল। ইতিমধ্যেই দুজন ইলেকট্রিক্যাল রেজিস্ট্রেশন অফিসার ও দুই অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনের রেজিস্ট্রেশন অফিসারকে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সাসপেন্ড করেছে রাজ্য সরকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 10:31 PM IST