Nikki Murder Case: যৌতুকের জন্য মার খেতেন ননদের হাতে, স্বামীর অত্যাচারে মৃতা নিকিকে নিয়ে বিস্ফোরক জবানবন্দি বৌদি মীনাক্ষীর !
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Nikki Bhati Murder Case: এবার এই মামলায় ওই যৌতুক নিয়েই মুখ খুললেন নিকির বৌদি, অভিযোগ আনলেন ননদের বিরুদ্ধে।
‘‘যৌতুকের জন্য আমাকেও মারধর করা হয়েছিল, যখন আমি দাবি পূরণ করতে পারিনি, তখন আমাকে একা ফেলে রাখা হয়েছিল, পার্থক্য শুধু এই যে আমি বেঁচে আছি!’’ আর কেউ নন, কথাগুলো বলেছেন পারিবারিক হিংসায় মৃতা নিকির বৌদি, তাঁর নাম মীনাক্ষী ভাটি। তিনি অভিযোগ করেন, ‘‘নিকি এবং তাঁর বোন কাঞ্চন আমাকে মারধর করত, তাঁদের ভাই রোহিত আমাকে ডিভোর্স দেয়নি ঠিকই, তবে আমাকে তার সঙ্গে থাকতেও দেয়নি।’’
advertisement
দিনকয়েক আগে থেকেই গ্রেটার নয়ডায় নিকির হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে দেশে, বলা হচ্ছে যৌতুকের দাবি নিকি ভাটিকে জীবন্ত পুড়িয়ে মারার অন্যতম কারণ। এবার এই মামলায় ওই যৌতুক নিয়েই মুখ খুললেন নিকির বৌদি, অভিযোগ আনলেন ননদের বিরুদ্ধে। মীনাক্ষী ভাটি গ্রেটার নয়ডার পাল্লা গ্রামের বাসিন্দা। ২০১৬ সালে নিকির ভাই রোহিতের সঙ্গে তাঁর বিয়ে হয়।
advertisement
advertisement
advertisement
কাঁদতে কাঁদতে মীনাক্ষী অভিযোগ করেন, ‘‘আমার স্বামী রোহিত, কাঞ্চন, নিকি এবং তাদের মা একসঙ্গে আমাকে মারধর করত। কাঞ্চন, নিকি আমাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিত, বলত যে চলে যাও, আমার ভাই অন্য কোথাও বিয়ে করবে। ২০২০ সালে যখন আমি তাদের বিরুদ্ধে যৌতুক হয়রানির মামলা দায়ের করি, পারিবারিক মীমাংসার পর তা প্রত্যাহার করা হয়, কিন্তু তারা আবার আমাকে হয়রানি শুরু করে।’’
advertisement
নিকির মৃত্যুর ন্যায়বিচারের আবেদনের প্রেক্ষিতে মীনাক্ষী তাই বলেন, ‘‘যে ব্যক্তি অন্যের মেয়ের সঙ্গে অন্যায় করেছে সে কীভাবে ন্যায়বিচার পাবে? আমিও কারও মেয়ে, আমার বাবা আমাকে দেখে কেঁদে ফেলেছিলেন।’’ বলা হচ্ছে যে নিকির শ্বশুরবাড়ি তাঁকে রিল তৈরির অনুমতি দেয়নি। মীনাক্ষী বলেন যে তাঁকেও তাঁর শ্বশুরবাড়িতে ফোন রাখতে দেওয়া হয়নি! তবে, মীনাক্ষী নিকির স্বামীকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছেন! তিনি বলেন যে বিপিন তাঁর হাতে নিকির নাম ট্যাটু করিয়েছিলেন, তাই তিনি মনে করেন না যে বিপিন নিকিকে জীবন্ত পুড়িয়ে মেরেছেন!