Mamata Banerjee: উচ্চশিক্ষায় অবদান, মমতাকে ডি লিট সম্মান দিচ্ছে সেন্ট জেভিয়ার্স

Last Updated:

আগামী ৬ ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে রাজারহাট ক্যাম্পাসে৷

মমতা বন্দ্যোপাধ্যায়৷
ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি
#কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এবার সেন্ট জেভিয়ার্স৷ ফের একবার কোনও বিশ্ববিদ্যালয়ের থেকে ডি লিট উপাধি পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য মুখ্যমন্ত্রীকে ডি লিট সম্মান দিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সেই মতো প্রস্তাব পাঠানো হয় মুখ্যমন্ত্রীর দফতরে৷ সেই প্রস্তাবেই সায় দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
এর আগে ২০১৮ সালে মুখ্যমন্ত্রীকে ডি লিট সম্মান দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়৷ যা নিয়ে বিতর্কও হয়েছিল৷ এবার অবশ্য বেসরকারি কোনও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডি লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
জানা গিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে রাজারহাট ক্যাম্পাসে৷ সেখানেই সাতশোর বেশি পড়ুয়াকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান দেওয়া হবে৷ সেই অনুষ্ঠানেই একমাত্র মুখ্যমন্ত্রীকে ডি লিট সম্মানে ভূষিত করা হবে৷
advertisement
বর্তমান রাজ্য সরকারের আমলেই রাজারহাটে সেন্ট জেভিয়ার্সের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হয়৷ সেন্ট জেভিয়ার্সের বিভিন্ন অনুষ্ঠানে অতীতেও হাজির থেকেছেন মুখ্যমন্ত্রী৷ বর্তমান রাজ্য সরকারের আমলে সরকারি, বেসরকারি একাধিক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ নিজের সরকারের অন্যতম বড় সাফল্য হিসেবে যে কৃতিত্বের কথা বার বারই তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ এবার উচ্চশিক্ষায় অবদানের জন্যই বিশেষ সম্মান পেতে চলেছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: উচ্চশিক্ষায় অবদান, মমতাকে ডি লিট সম্মান দিচ্ছে সেন্ট জেভিয়ার্স
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement