SSC: অস্বস্তিতে এসএসসি! উচ্চ প্রাথমিকে তৃতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে এল চমকে দেওয়া রিপোর্ট

Last Updated:

SSC: আঠাশে জানুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের তৃতীয় দফার কাউন্সেলিং। মঙ্গল ও বুধবার মিলিয়ে প্রত্যাখ্যান এবং অনুপস্থিতির হার দাঁড়িয়েছে ২৬.১১ শতাংশ।

SSC: চমকে দেওয়া রিপোর্ট
SSC: চমকে দেওয়া রিপোর্ট
কলকাতা: আঠাশে জানুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের তৃতীয় দফার কাউন্সেলিং। মঙ্গল ও বুধবার মিলিয়ে প্রত্যাখ্যান এবং অনুপস্থিতির হার দাঁড়িয়েছে ২৬.১১ শতাংশ।
মঙ্গলবার তৃতীয় দফার কাউন্সেলিং-এ অনুপস্থিত ও প্রত্যাখ্যান করেছেন ১৯.৯ শতাংশ চাকরিপ্রার্থী। এই দিন ইতিহাস, ভূগোল, আরবিক, সংস্কৃতে থাকা ওয়েটিং লিস্টে চাকরিপ্রার্থীদের ডাকা হয়েছিল। এর মধ্যে ইতিহাসে ৬১ জন প্রার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৬ জন। ভূগোলে ৪৬ জন এর মধ্যে ২২ জন। আরবিক এবং সংস্কৃত মিলিয়ে মোট ২২০ জন প্রার্থীর মধ্যে ৪২ জন চাকরিপ্রার্থী অনুপস্থিত ও প্রত্যাখ্যান করেছেন।
advertisement
advertisement
বুধবার কাউন্সিলিং ছিল পিওর সায়েন্স-এর চাকরিপ্রার্থীদের। এখানে ২২৫ জন চাকরিপ্রার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৫৬ জন। অনুপস্থিত ও প্রত্যাখ্যান করেছে ৬৯ জন। মঙ্গল ও বুধবার মিলিয়ে ৪২৫ জন প্রার্থীর কাউন্সেলিং এর জন্য ডাকা হয়েছিল তার মধ্যে ১১১ জন প্রার্থী অনুপস্থিত ও প্রত্যাখ্যান করেছে।
advertisement
উল্লেখ্য, দ্বিতীয় দফার কাউন্সেলিং-এ অনুমোদনপত্র হাতে পাওয়ার পর পাঁচ শতাংশেরও বেশি শিক্ষক-শিক্ষিকা স্কুলে যোগদান করেননি। স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে, সুপারিশপত্র পেয়ে স্কুলে গিয়েও চাকরিতে যোগ না দেওয়া প্রার্থীর সংখ্যা কত, তা এখনই নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়। তবে যাঁরা স্কুলে যোগদান করছেন না, তাঁদের পদগুলি নথিভুক্ত হচ্ছে। এই সব পদে অপেক্ষমাণ প্রার্থীরা পরবর্তী কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন।
advertisement
দ্বিতীয় কাউন্সেলিংয়ে অনুপস্থিত প্রার্থীদের জন্য যে শূন্য পদ তৈরি হয়েছিল, তার ভিত্তিতে তৃতীয় কাউন্সেলিংয়ে ডাকা হচ্ছে। এ বার তৃতীয় কাউন্সেলিংয়ে যাঁরা অনুপস্থিত থাকবেন এবং যাঁরা সুপারিশপত্র পাওয়ার পরে স্কুলে গিয়েও যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেবেন, সেই সব মিলিয়ে মোট শূন্য পদের ভিত্তিতে চতুর্থ কাউন্সেলিংয়ে ডাকা হবে প্রার্থীদের। চতুর্থ কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে।
advertisement
পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ’-এর সভাপতি সুশান্ত ঘোষ বলেন, “স্কুলে গিয়ে চাকরিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া প্রার্থীর সংখ্যা খুব কম নয়। আমরা খবর পাচ্ছি প্রায় ২০০ মতো চাকরিপ্রার্থী যোগদান করেনি। যা ৫ শতাংশের অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দাবি তৃতীয় কাউন্সিলিংয়ের পর ফেব্রুয়ারি মাসের শুরুতেই মেধা তালিকার বাকি অপেক্ষমান ১০৭৯ জন প্রার্থীকে ডাকা হোক।”
advertisement
ইতিমধ্যেই ১১,৩৪৪ জন প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। যাতে ২৪ শতাংশ অনুপস্থিত ছিল। অনুমোদনপত্র গ্রহণ করেছে ৮৬৫১ জন প্রার্থী। প্রথম কাউন্সেলিং-এ ডাকা হয়েছিল ৮,৭৪৯ জনকে। এদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ২০৬৯। অর্থাৎ অনুমোদনপত্র গ্রহণ করেছিল ৬৬৮০ জন। দ্বিতীয় দফার কাউন্সেলিং-এ ডাকা হয়েছিল ২৯৯৫ জনকে। যাঁদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ছিল ৬২৪। এবং অনুমোদনপত্র গ্রহণ করেছিল ১৯৭১ জন। ১৪০৫২ জন প্রার্থীর মধ্যে থেকে এখনও বাকি ১২৯৯জন।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: অস্বস্তিতে এসএসসি! উচ্চ প্রাথমিকে তৃতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে এল চমকে দেওয়া রিপোর্ট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement