২৬,০০০ তালিকার 'যোগ্য শিক্ষক' সুবল সোরেনের মৃত্যু, ৩৫ এর যুবকের মস্তিষ্কে রক্তক্ষরণ, তোলপাড় বাংলা

Last Updated:

SSC: ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত 'যোগ্য শিক্ষক' সুবল সোরেন আজ, শুক্রবার সকালেই প্রয়াত হন। প্রতিবাদী শিক্ষক হিসাবে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের আন্দোলনে প্রথম থেকেই সামনে সারিতে থেকেছেন ঝাড়গ্রামের সুবল সোরেন।

 শিক্ষক' সুবল সোরেনের মৃত্যু
শিক্ষক' সুবল সোরেনের মৃত্যু
কলকাতা: ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত ‘যোগ্য শিক্ষক’ সুবল সোরেন আজ, শুক্রবার সকালেই প্রয়াত হন। প্রতিবাদী শিক্ষক হিসাবে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের আন্দোলনে প্রথম থেকেই সামনে সারিতে থেকেছেন ঝাড়গ্রামের সুবল সোরেন।
শুক্রবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বছর ৩৫-এর ওই যুবক। মস্তিষ্কে রক্তক্ষরণ এত ভয়াবহ আকার নিয়েছিল, যে বাঁচানো সম্ভব হয়নি।
advertisement
advertisement
প্রসঙ্গত, চাকরিসূত্রে স্ত্রী-সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন সুবল। গত সোমবার ১১ অগাস্ট পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সেই ভাড়া বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় গত কয়েকদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। কোমায় চলে গিয়েছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। সেখানেই মৃত্যু হয় তাঁর।
advertisement
এদিকে এই প্রতিবাদী শিক্ষকের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারারা। সুপ্রিম কোর্টের নির্দেশে যে ২৬,০০০ শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়, সেই তালিকায় ছিলেন ঝাড়গ্রামের সুবল সোরেন। চাকরিহারাদের আন্দোলনেও বারবার দেখা গিয়েছে তাঁকে।
advertisement
শুক্রবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বছর পঁয়ত্রিশের ওই যুবক। মস্তিষ্কে রক্তক্ষরণ এত ভয়াবহ আকার নিয়েছিল, যে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারারা।
advertisement
যোগ্য হিসেবে বিবেচিত হওয়ার পর সাত বছর স্কুলে সম্মানের সঙ্গে শিক্ষকতা করেন সুবল সোরেন। সেই শিক্ষককেই আগামী মাসে আবার পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে এটা তিনি কোনওমতেই মেনে নিতে পারছিলেন না। যার পরিণতিতে কয়েকদিন আগেই তাঁর ব্রেন স্ট্রোক হয় বলে দাবি পরিবারের।
কলকাতাতে চিকিৎসার জন্য আনা হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি সুবলের। তাঁর পরিবার ও সঙ্গীদের দাবি, “এই পচা-গলা সমাজ ব্যবস্থা একজন শিক্ষককেও সম্মানের সঙ্গে বাঁচতে দিল না। আমরা সুপ্রিম কোর্টের কাছে পুনরায় আবেদন করতে চাই যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের সসম্মানে তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
২৬,০০০ তালিকার 'যোগ্য শিক্ষক' সুবল সোরেনের মৃত্যু, ৩৫ এর যুবকের মস্তিষ্কে রক্তক্ষরণ, তোলপাড় বাংলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement