সময় ছিল সাড়ে এগারোটা..., থানায় এলেন না চাকরিহারারা, এবার কোনদিকে গড়াবে জল?

Last Updated:

SSC Teacher Protest: পুলিশ সূত্রে খবর এর আগে বেশ কয়েকজন এসেছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তবে ২১ তারিখ যাদের ডেকে পাঠান হয়েছে তাঁরা এখনও পর্যন্ত আসেননি। কোনও ইমেল বা লিখিতও জানানো হয়নি চাকরিহারাদের পক্ষ থেকে।

সময় ছিল সাড়ে এগারোটা, থানায় এলেন না চাকরিহারারা
সময় ছিল সাড়ে এগারোটা, থানায় এলেন না চাকরিহারারা
কলকাতা: দেখা করার সময় ছিল বেলা ১১:৩০। কিন্তু সময় পেরিয়ে গেলেও বিধাননগর উত্তর থানায় এসে দেখা করলেন না চাকরিহারা শিক্ষকেরা। সোমবারের মতোই বুধেও জিজ্ঞাসাবাদ
করতে ডাকা হয়েছিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বেশ কয়েকজনকে।
গত সোমবার ডাকা হলেও থানায় না এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা (চাকরিহারারা) জানিয়েছিলেন আইনজীবীর পরামর্শ নিচ্ছেন তাঁরা তারপর সেই মোতাবেক ব্যবস্থা নেবেন। এরই মধ্যে চাকরিহরাদের একাংশ গত ১৫ মে রাতে পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর এর আগে বেশ কয়েকজন এসেছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তবে ২১ তারিখ যাদের ডেকে পাঠান হয়েছে তাঁরা এখনও পর্যন্ত আসেননি। কোনও ইমেল বা লিখিতও জানানো হয়নি চাকরিহারাদের পক্ষ থেকে।
advertisement
অন্যদিকে চাকরিহারাদের মধ্যে বিভাজন স্পষ্ট। আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মৃন্ময় মণ্ডল ও যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের মধ্যে যে বিভাজন তা স্পষ্ট হয়েছিল শিক্ষামন্ত্রীর টিটাগড়ে বলা বক্তব্যে। সেই বিধাজনেই পড়ল সিলমোহর যখন যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হল মৃন্ময় মণ্ডলকে।
advertisement
একদিকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে চাকরিহারা শিক্ষকদের বেশ কয়েকজনকে তখন অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে ১৫ মে রাতে বিকাশভবনে পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ তুলে মামলা করা হয়েছে।
৭ মে থেকে বিকাশভবনের সামনে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকারা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন গ্রুপ সি ও গ্রুপ ডির শিক্ষাকর্মীরাও।  ১৫ তারিখ রাতে বিকাশ ভবনের সরকারি কর্মীদের বাড়ি ফিরতে বাধা দেওয়া হলে পুলিশের সঙ্গে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় চাকরিহারাদর। সেখানেই সরকরি সম্পত্তি নষ্ট ও পুলিশকে কাজে বাধা দেওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করতেই বিধাননগর উত্তর থানায় ডেকে পাঠানো হয় বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষকদের। ১৯ মে বেশ কয়েকজনকে ডাকা হলেও শেষ পর্যন্ত তাঁরা আসেননি। ২১ মে বেলা ১১:৩০ টা নাগাদ বিধাননগর উত্তর থানায় ডেকে পাঠানো হয় বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষকদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সময় ছিল সাড়ে এগারোটা..., থানায় এলেন না চাকরিহারারা, এবার কোনদিকে গড়াবে জল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement