SSC Teacher Protest: 'ন্যূনতম বলপ্রয়োগ', সাত ঘণ্টা ধৈর্য ধরেছিল পুলিশ, বিকাশভবনে লাঠিচার্জের 'কারণ' জানালেন এডিজি দক্ষিণবঙ্গ

Last Updated:

SSC Teacher Protest: চাকরিহারা শিক্ষকদের দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয় বিকাশ ভবন চত্বর। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন আন্দোলনকারী গুরুতর জখম হন বলেও অভিযোগ। এই প্রসঙ্গে আজ সাংবাদিক বৈঠক করেন ঘটনার ব্যাখ্যা দিলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামীম ও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।

এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার
এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার
কলকাতা: বিকাশভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেধে যায় বৃহস্পতিবার। চাকরিহারা শিক্ষকদের দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয় বিকাশ ভবন চত্বর। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন আন্দোলনকারী গুরুতর জখম হন বলেও অভিযোগ। এই প্রসঙ্গে আজ সাংবাদিক বৈঠক করেন ঘটনার ব্যাখ্যা দিলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম ও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।
সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে জানানো হয়, ‘সাত ঘণ্টা ধৈর্য ধরেছিল পুলিশ, কিন্তু আন্দোলনকারীরা সরেননি’, বিকাশ ভবনের ঘটনা প্রসঙ্গে সুপ্রতিম সরকার, এডিজি দক্ষিণবঙ্গ, বলেন, “যাঁরা আটকে ছিলেন তাদের সুষ্ঠু ভাবে বার করে আনা হয়েছে। কেউ জখম হননি সরকারি কর্মচারীরা।
advertisement
advertisement
একইসঙ্গে পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “চাকরিহারা আন্দোলনকারীরা দশদিন ধরে রোটেশন করে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছেন। পুলিশ কোনও হস্তক্ষেপ করেনি। গতকাল তাঁরা ব‍্যারিকেড ভাঙে। জোর করে গেট ভেঙে বিকাশ ভবন চত্বরে ঢুকে পড়েন। পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করতে বলা হয়েছিল। পুলিশ সচেতন ভাবে কিছু করেনি। পুলিশ ধৈর্য দেখিয়েছে। পুলিশ বল প্রয়োগ করেনি। তারা চাকরি হারিয়েছে তাই বারবারই পুলিশ তাঁদের বুঝিয়েছে। আন্দোলনকারীদের পুলিশ বলেছিল এখানে সরকারি কর্মচারীরা বাড়িতে ফিরতে চাইছেন। কিন্তু আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনড় থাকে। যার ফলে ভিতরে অবরুদ্ধ হয়ে পড়েন বহু সরকারি কর্মী। অনেকের বাড়িতে অসুস্থ মা, বাচ্চা রয়েছে, তাঁরা বাড়ি ফিরতে চাইছিলেন। এক তরুণী বাধ‍্য হয়ে ঝাঁপ দেন। তাঁর পা ভেঙেছে।”
advertisement
এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন “আমরা অনুরোধ করি শান্তিপূর্ণ অবস্থান করুন। যাঁরা আটকে আছেন তাঁদের ছেড়ে দেওয়া হোক। মাইকিং করা হয় সেই মর্মে। কিন্তু আন্দোলনকারীরা তাতে কর্ণপাত করেননি। বরং যখন আটকে পড়া সরকারি কর্মীদের বার করার কাজ শুরু হয় তখন আক্রমণ আসে। ক‍্যামেরায় সবটাই ধরা আছে। সাত ঘণ্টা ধরে পুলিশের অনুরোধ মানা হয়নি। সাত ঘণ্টা পরে এই ধরনের আন্দোলন গণতান্ত্রিক থাকতে পারে না।যখন বার করার কাজ শুরু হল তখন বোতল ইট ছুঁড়ে দিল। তারপরই পুলিশের তরফে বল প্রয়োগ করা হয়েছে। আইন এবং অধিকার সকলের জন‍্য। তাই আইন ও অধিকার সকলের মানা উচিত।”
advertisement
এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, “প্রথম বেআইনি কাজ আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছিল। আমাদের কোনও লক্ষ‍্য ছিল না টিয়ার গ‍্যাস চালানো। আমাদের লক্ষ‍্য ছিল সংযত থেকে তাদের বুঝিয়ে আটকে থাকা সরকারি কর্মচারীদের বার করে আনা। আমাদের কাছে ফোন আসছিল। সন্তানসম্ভবা মহিলা ছিলেন তাদের মধ‍্যে, প‍্যনিক অ‍্যাটাক হতে পারে। এই পরিস্থিতিতে তাদের বার করে আনা লক্ষ‍্য ছিল। পুলিশ প্রোঅ‍্যাকটিভ হয়েছে রাত আটটার পর। অফিস ছুটির দুঘণ্টা পর। আমাদের আন্দোলন ভেস্তে দেওয়ার লক্ষ‍্য নেই। আজও করছে। আইন মেনে করুক।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Teacher Protest: 'ন্যূনতম বলপ্রয়োগ', সাত ঘণ্টা ধৈর্য ধরেছিল পুলিশ, বিকাশভবনে লাঠিচার্জের 'কারণ' জানালেন এডিজি দক্ষিণবঙ্গ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement