#কলকাতা: আইনি লড়াই শেষে চক-ডাস্টারের ক্লাসে লড়াকু ববিতা সরকার। ববিতার করা নিয়োগ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া পর্যবেক্ষণ ছিলো, "সোনা, নগদ, পুকুর চুরি... আগেই শুনেছি, মন্ত্রী কন্যার নিয়োগ মামলায় আমরা সাক্ষী হলাম 'চাকরি চুরি'র।''
বিচারপতি গঙ্গোপাধ্যায়ে'র পর্যবেক্ষণে স্পষ্ট হয়ে যায়, মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলের রাষ্ট্র বিজ্ঞানের চাকরি 'চুরি' গেছিলো। মন্ত্রী কন্যা সেই 'চুরি' করা চাকরি করেন ৪১ পূর্ণ মাস এবং ২ আংশিক মাস। সোমবার মন্ত্রী কন্যার জায়গায় বৈধ শিক্ষিকা হিসেবে কাজে যোগ দিলেন ববিতা সরকার।
প্রধান শিক্ষিকা ও স্কুল পরিচালন সমিতি সভাপতি স্কুলে যোগদান করান ববিতা সরকার কে। আইনি লড়াই শেষ। এবার শুরু অন্য লড়াই। আদর্শ ছাত্রী তৈরির লড়াই শুরু ববিতার। মঙ্গলবার স্কুলে চলা পরীক্ষায় পরিদর্শক/ গার্ড ভূমিকায় থাকবেন তিনি। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ববিতা সরকারকে নিয়োগপত্র তুলে দেয় মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুন: পদ্মা সেতুতে বিভোর? ভারতের এই দীর্ঘতম সেতু ধারেভারে অনেক এগিয়ে! জানলে চমকে উঠবেন!
পে লেভেল ১৫ অনুযায়ী বেতন এখন থেকে বেতন পাবেন ববিতা সরকার। এন্ট্রি লেভেল বেতন হবে ৪২৬০০টাকা৷ এছাড়া ২০১৯ রোপা রুল অনুযায়ী অন্যান্য বেতনের সুবিধাও পাবেন তিনি। বৃহস্পতিবার কোলকাতা ছাড়ার আগে ববিতা সরকার জানান, "প্রত্যেক ছাত্রীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে চাই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার ভগবান আমার কাছে। প্রত্যেক বঞ্চিত পরীক্ষার্থীই ন্যায়বিচার পাবে এই প্রার্থনা থাকবে আমার।"
ববিতা সরকারের আইনজীবী ফিরদৌস শামিম জানান, "বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশনামায় স্পষ্ট জানান, ইন্দিরা গার্লস হাইস্কুলের চাকরি চুরিতে মন্ত্রী কন্যা নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারলে, ৪৩ মাসের পাওয়া বেতন ফেরাবে হোয়াইট কলার ক্রিমিনালরা, সরকারি কোষাগারের একটি পয়সাও খরচ করা যাবেনা।"
আরও পড়ুন: সংশোধনাগার নিয়ে বহু অভিযোগ, এবার কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের!
বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশে জানান, মন্ত্রী কন্যার নেওয়া বেতনও পাবেন ববিতা। প্রথম কিস্তিতে মন্ত্রী কন্যার ফেরত দেওয়া বেতনের ৭৯৬৪২২ টাকা পাবেন ববিতা সরকার। ববিতা স্বামী সঞ্জয় কর্মকার জানান, সিবিআই সিট বেআইনি নিয়োগের তদন্ত শুরু করেছে। সঠিকভাবে তদন্ত হলে আড়ালের সব রহস্য সামনে আসবে।
ববিতা ও তাঁর স্বামী সঞ্জয় সাফ জানিয়ে দিয়েছেন, হাইকোর্টের নির্দেশে পাওয়া টাকা কোনও সামাজিক কাজে দিয়ে দেবেন। স্কুলে পরিশ্রম না করে ওই টাকা হাইকোর্টের নির্দেশে পেলেও তা ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court, SSC