Calcutta High Court: সংশোধনাগার নিয়ে বহু অভিযোগ, এবার কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের!

Last Updated:

Calcutta High Court: রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বন্দিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সেই সংখ্যা অত্যধিক হওয়ার ফলে সীমিত জায়গার মধ্যে অধিক বন্দিদের থাকতে হচ্ছে।

কলকাতা হাই কোর্ট
কলকাতা হাই কোর্ট
#কলকাতা: সংশোধনাগারে সীমিত স্থানে অতিরিক্ত বন্দিদের নিয়ে চিন্তিত কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ৮ আগস্টের মধ্যে রিপোর্ট তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বন্দিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সেই সংখ্যা অত্যধিক হওয়ার ফলে সীমিত জায়গার মধ্যে অধিক বন্দিদের থাকতে হচ্ছে।
হাইকোর্টের নির্দেশ
১) গত জানুয়ারি মাসে প্রায় ৩৬ জন মরণাপন্ন বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। পুনরায় এই ধরনের মরণাপন্ন বন্দি আরও কত আছে তা পর্যালোচনা করে কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট জমা করতে হবে।
advertisement
২) বহু বছর ধরে সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তির জন্য একটি নির্দিষ্ট কমিটি আছে। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সম্প্রতি প্রায় ১০০ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। জেলা আদালতের প্রক্রিয়ার জন্য সেই বন্দিদের এখনো পর্যন্ত ছাড়া সম্ভব হয়নি। হাইকোর্ট দ্রুত বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে।
advertisement
পাশাপাশি হাইকোর্টের নির্দেশ পুনরায় রাজ্যকে পর্যালোচনা করে দেখতে হবে আরও কত জনকে মুক্তি দেওয়া যায়। তার তালিকা বন্দি মুক্তি কমিটির কাছে পাঠাতে হবে। সেই রিপোর্টও ৮ আগস্ট হাইকোর্টে জমা করতে হবে।
৩) সংশোধনাগারে বন্দিদের উপযুক্ত চিকিৎসা হচ্ছে কিনা, সে বিষয়ে নজর রাখতে হবে। চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে।
advertisement
৪) ভিন দেশ থেকে অনুপ্রবেশকারী যাদের সাজা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা মুক্তির অপেক্ষায় রয়েছে, তাদের বিষয়টিও অতি দ্রুত যাতে নিষ্পত্তি হয়, সে বিষয়ে একটি রিপোর্ট তৈরি করে আদালতে জমা করতে হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: সংশোধনাগার নিয়ে বহু অভিযোগ, এবার কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement