West Bengal News: মুদির দোকানে এ কী কাণ্ড! পরিমাণ ৪ কোটি, লেকটাউনে দলে-দলে অভিযোগ

Last Updated:

West Bengal News: পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যক্তি লেক টাউন থানার দারস্থ হয়ে অভিযোগ করছিলেন যে, লেক টাউন থানার অন্তর্গত ভরাট এলাকার লক্ষ্মী নারায়ণ ভাণ্ডার নামের একটি হোল সেলার রিটেল মুদিখানার দোকান বিভিন্ন ব্যক্তির থেকে দ্রব্য বিক্রির নামে অগ্রিম টাকা নিয়েছিলেন।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#কলকাতা: রিটেল শপের আড়ালে ৪ কোটি টাকা প্রতারণা, গ্রেফতার এক (West Bengal News)। মূল অভিযুক্ত চন্দ্র প্রকাশ ধরণী ধরকাকে গ্রেফতার করল লেক টাউন থানার পুলিশ। প্রায় ৩০টি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যক্তি লেক টাউন থানার দারস্থ হয়ে অভিযোগ করছিলেন যে, লেক টাউন থানার অন্তর্গত ভরাট এলাকার লক্ষ্মী নারায়ণ ভাণ্ডার নামের একটি হোল সেলার রিটেল মুদিখানার দোকান বিভিন্ন ব্যক্তির থেকে দ্রব্য বিক্রির নামে অগ্রিম টাকা নিয়েছিলেন। তবে সেই দ্রব্য ক্রেতাদের দেয়নি। এছাড়াও এই দোকানের মহাজনের থেকেও ধারে দ্রব্য ক্রয় করলেও সেই টাকা ফেরত দেয়নি অভিযুক্ত বলে লেক টাউন থানায় অভিযোগ জমা পড়ে।
advertisement
advertisement
তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে বাঙ্গুর এলাকার বাসিন্দা এই দোকানের কর্ণধার চন্দ্র প্রকাশ ধরণী ধরকা (৬১)। প্রায় ৩০ জন অভিযোগকারীর থেকে ৪ কোটি টাকা তছরুপ করেছে। অবশেষে গতকাল রাতে বাঙ্গুর এলাকায় হানা দিয়ে মূল অভিযুক্ত চন্দ্র প্রকাশ ধরণী ধরকাকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই ব্যক্তি টাকার মাধ্যমে কী করেছেন এবং তাঁর সঙ্গে অন্য কোনও ব্যক্তির যোগ রয়েছে, কিনা সেটা তদন্ত করে দেখছে লেক টাউন থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: মুদির দোকানে এ কী কাণ্ড! পরিমাণ ৪ কোটি, লেকটাউনে দলে-দলে অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement