গোটা বাংলাদেশ জুড়ে এখন মূল আলোচ্য বিষয় একটাই -- পদ্মা সেতু (Padma Setu)। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বেই তাক লাগিয়ে দিয়েছে এই সেতু। বাংলাদেশ সরকারের দাবি, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পর এহেন বৃহৎ সেতু নির্মাণ সেই দেশের সব থেকে চমকপ্রদ ঘটনা। পদ্মা সেতুর ফলে কলকাতা থেকে ঢাকার দূরত্ব কমে গেল প্রায় দেড়শো কিলোমিটার!