SSC: নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য, 'ভুয়ো' চাকরির হদিশ দিল SSC!

Last Updated:

SSC: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালে চাকরি পাওয়া প্রত্যেককে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

এসএসসি দুর্নীতিতে বিস্ফোরক তথ্য
এসএসসি দুর্নীতিতে বিস্ফোরক তথ্য
কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য। এবার ভুতূড়ে চাকরির হদিশ দিল খাস SSC। নবম-দশমে ভুতূড়ে চাকরি ৪০। একাদশ-দ্বাদশে ভুতুড়ে চাকরি ১৮। ৫৮ চাকরির ভবিষ্যৎ নিয়ে ঘোর সংশয়। ৫৮ চাকরির পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ কোনও তথ্য নেই SSC কাছে। ইন্টারভিউ না দিয়েই চাকরি এই ৫৮ জনের।
কেনও ইন্টারভিউ নেয়নি SSC, এখনও স্কুলে ৫৮ জন। এসএসসি কোনও নিয়োগ তালিকাতেও নাম নেই এই ৫৮ জনের। ৯ জানুয়ারি, ২০২৪ বিচারপতি দেবাংশু বসাক বিশেষ ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন।
advertisement
প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালে চাকরি পাওয়া প্রত্যেককে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। চাকরি পাওয়া সকলকে এসএসসি নোটিস দিয়ে জানাবে তাঁদের নিয়োগপ্রক্রিয়া আদালতে বিচারাধীন রয়েছে। কোর্টের নির্দেশ মতো এবার সেই নোটিসই পাঠাচ্ছে এসএসসি। মূলত, ২০১৬ সালের নিয়োগে নিযুক্তদের তালিকা চায় আদালত। প্রতিটি স্কুলে চাকরি প্রাপকদের নামের তালিকা তৈরির পর প্রধান শিক্ষকরা একটি বয়ানে স্বাক্ষর করবেন। যেখানে লেখা থাকবে, “এঁরা ছাড়া আমার স্কুলে আর কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী নেই। যাঁরা ২০১৬ সালের পরীক্ষার ভিত্তিতে এসেছেন।”
advertisement
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়া সমস্ত শিক্ষক ও শিক্ষককর্মীদের বাড়িতে নোটিস ধরাচ্ছে শিক্ষাদফতর। ডিআই মারফত প্রধান শিক্ষক হয়ে সেই নেটিস পৌঁছে যাবে চাকরি প্রাপকদের কাছে। ‘ভুতুড়ে শিক্ষক’-দের ধরতেই এই নোটিস বলে মনে করছেন শিক্ষাবিদরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য, 'ভুয়ো' চাকরির হদিশ দিল SSC!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement